Web bengali.cri.cn   
মুক্তার কথা-২৯ নভেম্বর ২০১৪
  2015-01-31 15:30:41  cri
সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

এখন সরাসরি শুরু করছি আপনাদের চিঠির পালা।

আজকের প্রথম চিঠি লিখেছেন, বাংলাদেশের নওগাঁ জেলার লিটন মাস্টার। চিঠিতে তিনি লিখেছেন, শ্রদ্ধেয় মুক্তা আপু, কেমন আছেন আপনি? আশা করি, মহান রাব্বুল আলামিনের কৃপায় মঙ্গল মতই আছেন। এখানে আমিও আমার মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্রছাত্রীসহ ভাল আছি। নিয়মিত আপনাদের চমত্কার প্রত্যেকটি বাংলা অনুষ্ঠান শুনে যাচ্ছি। ভীষণ ভাল লাগছে তা শুনতে। অনেক মজা পাচ্ছি তাতে। মাদ্রাসার ছাত্রছাত্রীদের সময় সুযোগমত আমি আপনাদের বাংলা অনুষ্ঠান শোনার ব্যাপারে সর্বদা সুপরামর্শ দিয়ে থাকি। আমি আমার মোবাইলে প্রায় প্রতিদিনই criবাংলা ওয়েবসাইট আমার মাদ্রাসার ছাত্রছাত্রীদের দেখিয়ে থাকি। এতে তারা বেশ উত্সাহ বোধ করে এবং আমার কাছে বেশি বেশি করে criবাংলা সম্পর্কে অনেক গল্প শুনতে চায়। তখন আমি তাদের আগ্রহ মেটাতে আপনাদের সম্পর্কে অনেক কিছুই তাদের জানিয়ে থাকি। আজ এখানেই। আবার লিখব। আমার এবং আমার সব ছাত্রছাত্রীদের জন্য মন থেকে দোয়া জানাবেন, কেমন। সম্ভব হলে কিছু উপহার পাঠাতে ভুল করবেন না। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। চাই চিয়েন।

বন্ধু লিটন মাস্টার, আপনাকে আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদেরকে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।

বাংলাদেশের ঢাকার বিধান চন্দ্র টিকাদার ইমেইলে লিখেছেন, চায়না রেডিও ইন্টারন্যাশনাল থেকে এখন একটানা যে দীর্ঘ অনুষ্ঠান প্রচার হচ্ছে তা আমাদের কাছে খুব ভালো লাগছে। এফএম ব্যান্ড এ ঢাকা থেকে সম্প্রচারিত অনুষ্ঠান পরিষ্কার শুনতে পারি, শর্টওয়েভে প্রচারিত ১১৬১০, ৯৬১০ কিলোহার্টজের অনুষ্ঠান খুব পরিস্কার শুনতে পারছি। আমি কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকি কিন্তু আমার সাথে চায়নার তৈরি একটা ছোট রেডিও আছে, সেটা সাথে নিয়ে যাই এবং বাংলাদেশের যেসকল স্থান থেকে এফএম অনুষ্ঠান শোনা যায় না সেখান থেকে শর্টওয়েভে ওই রেডিও থেকে সিআরআই এর বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আমি কোনদিনই সিআরআই এর বাংলা অনুষ্ঠান মিস করতে চাই না। প্রতিটি সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান আমার খুব প্রিয়।

বন্ধু বিধান চন্দ্র টিকাদার, নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি আরো বেশি গঠনমূলক মতামত দেবেন,কেমন? ধন্যবাদ।

যশোর জেলার সুর-সংলাপ রেডিও ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক শারমিন হক ইমেইলে লিখেছেন, আপনাদের প্রচারিত প্রতিটি অনুষ্ঠান আমাদের খুবই ভাল লাগছে। আমরা নিয়মিতভাবে আপনাদের অনুষ্ঠান শুনছি। তবে অনুষ্ঠানে গান প্রচারের তুলনামূলক সময় বেশি হওয়ায় অধিকাংশ শ্রোতাই অনুষ্ঠান শোনার ক্ষেত্রে একটু অন্যমনস্ক হয়ে পড়ছেন। অনুষ্ঠানের ২য় অংশে প্রতিদিন একই হারে গান প্রচার না করে সে সময়ে শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করলে শ্রোতারা বেশি আকৃষ্ট হবে। চীনের সফল মানুষদের সফলতার পিছনের ইতিহাস, তাদের সংগ্রাম, অধ্যবসায়, সততা, পরিশ্রম ইত্যাদি তুলে ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠান প্রচার করলে তা শ্রোতাদের নিকট অনেক অনেক গ্রহণযোগ্যতা পাবে। এ ছাড়া চীনা রূপকথার গল্প (পূর্বে যা প্রচারিত হত তা) পুনরায় প্রচারের ব্যবস্থা করা। এ রূপকথার গল্প আমাদের নতুন প্রজন্মের ক্ষুদে শ্রোতাদের আকৃষ্ট করে শ্রোতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস। এ ছাড়া চীনা রাজবংশের হাজার/শত বর্ষের পুরাতন সব গুপ্ত ধনের আবিষ্কার ও অনাবিষ্কারের গল্প, চীনা খনিজ দ্রব্যের উত্তোলন, মজুত তথা রপ্তানির প্রক্রিয়ার গল্প প্রচারের মাধ্যমে চীনকে জানার সুযোগ বৃদ্ধি করে অনুষ্ঠান প্রচারের জোর দাবি জানাচ্ছি। বর্তমানে মুক্তার কথা, হালশৈলী, আলো ছায়া, এশিয়া টুডে, স্বাস্থ্য ও জীবন, দৃষ্টির সীমানায়, পূবের জানালার মত অনুষ্ঠানগুলো আমাদের খুবই ভাল লাগছে। তবে বিশ্ব সংবাদে আমরা তেমন তেজী ভাব লক্ষ্য করতে পারছিনা। যেমন ছোট্ট একটি উদাহরণ দেই, কিছুদিন পূর্বে বিদ্যুতের যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক দিন এক রাত বিদ্যুত্হীন অবস্থায় পুরো দেশ কাটিয়েছিল। এ মুহূর্তে আমরা বেতারের সাহায্য নিয়ে খবরাখবর রাখছিলাম। বিবিসি, ভয়েজ অব আমেরিকার মত রেডিও থেকে তাত্ক্ষণিক তাজা খবরে এ বিদ্যুত্সংকটের কারণ জানতে পারলেও সিআরআই এর বাংলা খবরে এর কোনো খবরই পেলাম না। এমনি সব তাজা খবর আমরা পরদিন পেয়ে থাকি যখন আমাদের চাহিদা পূর্ণ হয়ে যায়। তাই আমাদের পরামর্শ হল অন্তত বাংলাদেশে ঘটে যাওয়া খবরাখবর তত্ক্ষণাত প্রচার করলে চীন বেতারের গুনগত মান বহুগুণে বৃদ্ধি পাবে। সকলেই ভাল থাকবেন, এ প্রত্যাশা রেখে আজ এখানেই পত্র লেখা শেষ করছি।

বন্ধু শারমিন হক, আপনাকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার প্রস্তাব আমরা বিবেচনা করবো। আশা করি, আপনি আমাদেরকে নিয়মিত লিখবেন।

বাংলাদেশের ফরিদপুর জেলার নন্দন বেতার শ্রোতা সংঘের পরিচালক মো: আফজাল আলী খান ইমেইলে লিখেছেন, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আশা করি আপনি, আলিম ভাই এবং সিআরআই বাংলা বিভাগের অন্যান্য সকল বন্ধুরা ভালো এবং খুব ভালো আছেন। নানাবিধ ব্যস্ততার কারণে বেশ কিছুদিন আপনাদের সাথে পত্রালাপ করতে পারি নি। এজন্য আমি আন্তরিক দু:খিত এবং ক্ষমাপ্রার্থী। সম্প্রতি ওয়েবসাইটে আপনাদের কয়েকটি প্রতিবেদন দেখলাম। তন্মধ্যে কয়েকটি প্রতিবেদন খুব ভালো লেগেছে। যেমন, ৬-১০-২০১৪ তারিখের দৃষ্টির সীমানায় অনুষ্ঠানে' ২০১৪ সালের হাস্যকর নোবেল পুরস্কার', ১৩-১০-২০১৪ তারিখের বাংলায় গল্প, আমাদের গল্প অনুষ্ঠানে' আকাশের সাথে ১৪১০১১', ১৪-১০-২০১৪ তারিখের সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠানে 'Air Opera', একই তারিখের 'খোলামেলা' অনুষ্ঠানে চীন বিশেষজ্ঞ-অধ্যাপক প্রিয়দর্শী মুখোপাধ্যায় (২) সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা, ১৫-১০-২০১৪ তারিখের 'পুবের জানালা' অনুষ্ঠানে' টো লি কুওয়ের গল্প', ১৬-১০-২০১৪ তারিখের আলোছায়া অনুষ্ঠানে' চীনের চলচ্চিত্রের আন্তর্জাতিকীকরণের পথ অন্বেষণ', ১৭-১০-২০১৪ তারিখের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানে ম্যারাথন প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের ৯২ বছর বয়সী বুবিলের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভঙ্গের বিস্ময়কর খবর এবং একই তারিখের এশিয়া টুডে অনুষ্ঠানে' শিখ ধর্মাবলম্বীর ৪৫ কেজি ওজনের পাগড়ির কাহিনী ' আমাকে দারুণ মুগ্ধ করেছে। এ সকল প্রতিবেদন সংকলন এবং তা ওয়েবসাইটে পরিবেশন করার জন্য সংশ্লিষ্ট প্রতিবেদক এবং উপস্থাপকদেরকে আপনার মাধ্যমে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো কথা, আপনারা "পুবের জানালা" ম্যাগাজিন প্রকাশ করেছেন মর্মে অবহিত হলাম। অনুগ্রহ পূর্বক আমার ঠিকানায় পত্রিকা পাঠাবেন আশা করছি। ধন্যবাদ। চাই চিয়ান।

বন্ধু আফজাল আলী খান, নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করা এবং এত বেশি মতামত দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি, আপনি সময় পেলেই আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের নিয়মিত লিখবেন। আবারো ধন্যবাদ।

বাংলাদেশের যশোর জেলার সুর-সংলাপ রেডিও ক্লাবের সম্পাদক মোঃ মুজিবুল হক লিখেছেন, আমরা ক্লাবের সকল সদস্য সিআরআই বাংলা বিভাগের অনুষ্ঠান নিয়মিত শুনছি, পত্রে যোগাযোগ রাখছি, লেখার চেষ্টা করছি এবং নিয়মিত ওয়েবসাইট ভিজিট করছি। ওয়েবসাইট সম্পর্কে বলতে হয়, সাইটটা এতটাই সুন্দরভাবে সাজানো যে, এর প্রতিটি অংশ সুসজ্জিত, তথ্যবহুল, সাবলীল, খুব সহজেই যে কোনো তথ্যের গভীরে প্রবেশ করা যায়। সত্যি অসাধারণ সুন্দর ও চমত্কার এ সাইটটি। ধন্যবাদ সিআরআই বাংলা বিভাগ কে। পরামর্শ: তবে ক্লাবের কিছু সদস্য তাদের মত প্রকাশ করে বলেছেন যে, সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইট নিয়মিত আপডেট প্রয়োজন। আর এক সদস্যের মতামত: আপনাদের প্রচারমাধ্যম থেকে আধুনিক প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, পর্যটন প্রভৃতি বিষয়ে অনেক কিছু জানতে পারছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ চীনের নারীদের টিকে থাকার সংগ্রাম নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান তৈরি করে তা প্রচার করবেন। এতে করে আমাদের দেশের নারী সমাজ অনেকটা শিক্ষা নিয়ে এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই বিদায় চাইছি। চাই চিয়েন।

আচ্ছা, বন্ধু মোঃ মুজিবুল হক, মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সব শ্রোতার মতামত বিবেচনা করবো অবশ্যই। আশা করি, আপনি নিয়মিত লিখবেন। ধন্যবাদ।

গান

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার রতন কুমার পাউল ইমেইলে লিখেছেন, আমি আমার ছেলের ছবি আপনাদেরকে পাঠিয়েছি। তার নাম হল রিমিল পাউল। তার জন্মদিন ছিল ৩১ অক্টোবর। আমি আপনাদেরকে তার জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জনাই।

বন্ধু, রতন কুমার, আপনার ছেলের জন্মদিনে আমাদেরকে আমন্ত্রণ করায় আমরা সত্যিই মুগ্ধ। এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ছেলে সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, হাসিখুশিতে থাকুক এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।

পাকিস্তানের মুজাফফরগর জেলার সিআরআই ফ্রেন্ডস ক্লাবের সৈয়দ মুবাশির হুসাইন আমার কাছে ইংরেজিতে একটি ইমেইল পাঠিয়েছেন। আমি তা বাংলায় অনুবাদ করে পড়ছি। ইমেইলে তিনি লিখেছেন, আমি আপনাদের নতুন শ্রোতা। এখন থেকে আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে চাই। আপনাদের সংবাদ ও অনুষ্ঠান ভাল লাগে। আমি আমার বন্ধুদের নিয়ে একটি শ্রোতা ক্লাব গঠন করেছি। আমার ক্লাবের নাম হল সিআরআই ফ্রেন্ডস ক্লাব। ক্লাবটির সদস্য সংখ্যা ১২।

আচ্ছা, বন্ধু সৈয়দ মুবাশির হুসাইন, আপনাকে আমাদের শ্রোতা পরিবারে অংশ নেয়ায় স্বাগত জানাচ্ছি। আশা করি, আপনি এখন থেকে নিয়মিত আমাদেরকে লিখবেন। ধন্যবাদ।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040