Web bengali.cri.cn   
২০১৭ সালে চীনে মোবাইল চিকিত্সক এ্যাপের সমমূল্য দাঁড়াবে ১২.৫ বিলিয়ন ইউয়ান
  2015-01-29 19:15:51  cri
জানুয়ারি ২৯: অনুমান অনুযায়ী, ২০১৭ সালে চীনে মোবাইল চিকিত্সকের এ্যাপের সমমূল্য দাঁড়াবে ১২.৫ বিলিয়ন ইউয়ান। এ পর্যন্ত দেশটিতে এ ধরণের এ্যাপ ২শ'রও বেশি। ২০১৪ সালে চীনে মোবাইল চিকিত্সকের সমমূল্য ছিলো ৩.০১ বিলিয়ন ইউয়ান। যা ২০১৩ সালের চেয়ে ২৬.৮ শতাংশ বেশি।

জানা গেছে, মোবাইল চিকিত্সক হলো মোবাইল প্রযুক্তির মাধ্যমে চিকিত্সা তথ্য ও সেবা সরবরাহ করা। চীনে সাধারণত পাঁচ ধরণের চিকিত্সা এ্যাপ রয়েছে। চিকিত্সা পণ্যদ্রব্যের এ্যাপ, চিকিত্সা তথ্য এ্যাপ, চিকিত্সা গ্রহণ এ্যাপ, হাসপাতালে নিবন্ধন ও পরামর্শ এ্যাপ এবং হাসপাতাল মূল্যায়ন এ্যাপ। (ছাই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040