Web bengali.cri.cn   
চীনা যন্ত্রপাতি 'বাইরে সম্প্রসারণ' কাজ বণ্টন করা হয়েছে
  2015-01-29 18:27:08  cri
জানুয়ারি ২৯: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বুধবার) রাষ্ট্রীয় পরিষদের স্থায়ী অধিবেশনে সভাপতির বক্তব্যে বলেন, রেল পথ, পরমাণু বিদ্যুত ও নির্মাণ সামগ্রী উত্পাদনের লাইনসহ চীনা যন্ত্রপাতি 'বাইরে সম্প্রসারণ' দ্রুততর করা, আন্তর্জাতিক ধারণক্ষমতা সহযোগিতা ত্বরান্বিত করা এবং সহযোগিতার পর্যায় উন্নত করার কাজ বণ্টন করা হয়েছে।

অধিবেশন মনে করে, সংশ্লিষ্ট দেশের নির্মাণ ও উন্নয়ন চাহিদা সংযুক্ত করা, চীনের প্রধান যন্ত্রপাতি ও প্রধান ধারণক্ষমতা 'বাইরে সম্প্রসারণ' ত্বরান্বিত করা, পারস্পরিক কল্যাণ ও উভয়ের জন্য কল্যাণকর বিষয় বাস্তবায়ন করা শুধু আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ ও আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ সুযোগই নয়, তা নতুন বৈদেশিক বাণিজ্যের বৃদ্ধি গড়ে তোলা এবং অভ্যন্তরীণ শিল্প সুবিন্যস্ত ও উন্নত করার প্রধান অবলম্বন। (প্রেমা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040