Web bengali.cri.cn   
পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে কার্যকর হচ্ছে 'নিরাপদ খাদ্য আইন'
  2015-01-29 15:00:34  cri
জানুয়ারি ২৯ : আগামী রোববার পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে কার্যকর হচ্ছে 'নিরাপদ খাদ্য আইন'। এর ফলে অনিরাপদ খাদ্য উতপাদক ও বিক্রেতাদের বিরুদ্ধে যে কেউ সরাসরি মামলা দায়ের করতে পারবেন। আগে এ সুযোগ ছিল না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নতুন আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে 'পিওর ফুড অর্ডিন্যান্স' ১৯৫৯ রহিত হবে। নতুন আইনে ২৩ ধরনের অপরাধে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৪-২০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

খাদ্যে বিষাক্ত উপাদান মেশানো, ভেজাল খাদ্যোপকরণ উতপাদন আমদানি ও বিপণন, নিম্নমানের খাদ্য উতপাদন, অনুমোদনহীন খাদ্য সংযোজন দ্রব্য কীটনাশক ব্যবহার শাস্তির আওতায় আনা হয়েছে।

(মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040