Web bengali.cri.cn   
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় কমিউনিটির তৃতীয় পর্যায়ের শীর্ষ সম্মেলন শুরু
  2015-01-29 14:19:46  cri
জানুয়ারি ২৯: লাতিন আমেরিকা ও ক্যারিবীয় কমিউনিটির দু'দিনব্যাপী তৃতীয় পর্যায়ের শীর্ষ সম্মেলন বুধবার কোস্টারিকার রাজধানী সান জোসেতে শুরু হয়েছে। 'যৌথ নির্মাণ' প্রতিপাদ্যে কমিউনিটির ৩৩টি সদস্যদেশের শীর্ষ নেতারা বা উচ্চপর্যায়ের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত রয়েছেন। এতে আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি ও সমাজ সংক্রান্ত ২৩টি বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় কমিউনিটির পালাক্রমিক সভাপতি রাষ্ট্র কোস্টারিকার প্রেসিডেন্ট লুইস গুইল্লেরমো সোলিস রিভেরা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ২০১৪ সালে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় কমিউনিটির বিভিন্ন দেশ আরো ঐক্যবদ্ধ হয়েছে এবং অন্যান্য দেশ ও অঞ্চলের সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। যেমন, চীনের সঙ্গে চীন-লাতিন আমেরিকা ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে ইইউ'র সঙ্গেও একই ধরনের ফোরাম প্রতিষ্ঠা হবে।

তিনি আরো বলেন, একটি কমিউনিটি হিসেবে ইইউ, আসিয়ান, চীন, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের সঙ্গে যোগাযোগ জোরদার করবে এবং বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করবে। বর্তমানে কমিউনিটির সর্বপ্রথম কার্যক্রম হবে ২০১৫ সালে এতদাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা এবং দরিদ্র লোকদের সহায়তা করা। যাতে যত দ্রুত সম্ভব দারিদ্র্য বিমোচন ও অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা যায়।

(সুবর্ণা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040