Web bengali.cri.cn   
সেনাবাহিনীতে অংশগ্রহণ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বাংলাদেশের প্রধানমন্ত্রী
  2015-01-29 14:12:09  cri
জানুয়ারি ২৯ : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনীর মত একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন নারীরাও দেশ রক্ষার গর্বিত সৈনিক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রথম নারী মিলিটারি প্যারামেডিকস্ রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীতে নারী অফিসারের পাশাপাশি এবার যোগ হলো নারী সৈনিক।

তিনি বলেন, সমাজের অর্ধেক জনসংখ্যাই নারী। নারীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছাড়া কোন ক্ষেত্রেই পূর্ণাঙ্গ সাফল্য অর্জন সম্ভব নয়। তাই সকল ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চত করা দরকার।

কুচকাওয়াজ অনুষ্ঠানে ৮৭৯ জন নবীন নারী প্রশিক্ষণার্থী তাদের মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে শপথ নেন। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040