yingshiyinyue
|
আজকের অনুষ্ঠানে আমি 'ব্রিজেট জোন্সের ডায়েরি' নামে বৃটেনের একটি চলচ্চিত্রের বেশ কয়েকটি গান শ্রোতাদের শোনাবো। আশা করি, সবাই গানগুলো পছন্দ করবেন।
'ব্রিজেট জোন্সের ডায়েরি' শিরোনামে চলচ্চিত্রটি একই নামের একটি উপন্যাসের অবলম্বনে রিমেক করা হয়। উপন্যাসে ডায়েরি লেখার পদ্ধতিতে লন্ডনের একজন ৩০ বছরেরও বেশি বয়সী একা কর্মজীবন নারী, অর্থাত্ ব্রিজেট জোন্সের বছরব্যাপী জীবন বর্ণনা করা হয়। ডায়েরিতে লেখক ব্রিজেট জোন্সের পক্ষ থেকে রসাত্মকভাবে তাঁর পেশা জীবন, অভ্যাস এবং বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক প্রকাশ করেন।
উল্লেখ্য, এ চলচ্চিত্রের প্রধান নারী চরিত্রে অভিনয় করা রেনি জেলওয়েগার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে আসেন।আগে মার্কিন অভিনেত্রী হিসেবে রেনি জেলওয়েগার কি ভালোভাবে বৃটেনের এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন এই ব্যাপার নিয়ে অনেকের সন্দেহ ছিলো যে, মার্কিন অভীনেত্রী হিসেবে তিনি বৃটেনের এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করতে পারবেন কি না?
মহা চাপের সামনে রেনি অনেক পরিশ্রম করলেন। স্ট্যান্ডার্ড লন্ডন অ্যাকসেন্ট বলার জন্য তিনি অনেক আগে লন্ডনে চলে গেলেন। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেশি করে আড্ডা করলেন। চেহারার দিক থেকে প্রধান চারিত্রের সঙ্গে মিল হয়ে ওঠার জন্য তিনি ১০ পাউন্ড ওজন বাড়ানোর প্রচেষ্টা চালালেন।