Web bengali.cri.cn   
হিজবুল্লাহর বোমায় ৪ ইসরাইলি সেনা নিহত, পাল্টা-পাল্টি অভিযোগ
  2015-01-29 12:30:43  cri
জানুয়ারি ২৯: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ছোঁড়া রকেটের আঘাতে ইসরাইলের চার সেনা নিহত হয়েছে। গতকাল (বুধবার) লেবাননের রকেট উত্তর ইসরাইলে টহলদার একটি সামরিক গাড়ির ওপর আঘাত হানে। এতে আরো কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। এর জবাবে লেবাননেও বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। অন্যদিকে, হিজবুল্লাহ বোমা হামলার জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে।

ইসরাইলি গণমাধ্যম চার সেনা নিহতের খবর নিশ্চিত করলেও তেল আবিব এ বিষয়ে কিছু বলেনি। নাম প্রকাশ অনিচ্ছুক লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলার জবাবে দক্ষিণ লেবাননে বোমা হামলা চালানো হয়েছে এবং জঙ্গি বিমানও টহল দিচ্ছে। দু'পক্ষের বোমা বিনিময় অব্যাহত আছে বলে জানা গেছে।

লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনীর মুখপাত্র এন্ড্রে টিনান্টি এদিন জানান, তাদের এক সেনা ইসরাইলের বোমা হামলায় নিহত হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এদিন এক জরুরী বৈঠক ডাকেন। এতে ইসরাইল ও লেবাননের সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনা করা হয়েছে। নেতানিয়াহু বলেন, যে কোনো ধরনের হামলার শক্তিশালী জবাব দেবে ইসরাইল।

পক্ষান্তরে লেবাননের প্রধানমন্ত্রী তাম্মাম সালাম এদিন প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলের বোমা হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ইসরাইলের সামরিক আগ্রাসনের ফলাফল ভয়াবহ হতে পারে।

এদিন, লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনীর সমন্বয়কারী সিগ্রিড কাগ এক বিবৃতিতে, লেবানন ও ইসরাইল সীমান্ত সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দু'পক্ষকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

(স্বর্ণা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040