Web bengali.cri.cn   
জার্মান নাৎসি বাহিনী থেকে পোল্যান্ডের আউশভিৎশ মুক্তির  ৭০তম বার্ষিকীতে জাতিসংঘে স্মরণ অনুষ্ঠান
  2015-01-29 11:21:46  cri
জানুয়ারি ২৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর হাতে গণহত্যায় নিহতদের স্মরণে ও জাতিসংঘ প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে বুধবার নিউইয়র্কে সংস্থার সদর দপ্তরে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান থেকে পোল্যান্ডের আউশভিৎশ মৃত্যুশিবির মুক্তির সাত দশক পূর্তিতে হলোকাস্টে নিহত ইসরাইলিদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, আন্তর্জাতিক সমাজের উচিৎ ইহুদিবাদ বিরোধী ও বিভিন্ন ধরনের অসহনশীল আচরণ প্রতিরোধ করা। সারা বিশ্বে এখনও চরমপন্থা ও সন্ত্রাসবাদ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও নাৎসি জার্মানির গণহত্যার অভিজ্ঞতা থেকে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। মানবতার রক্ষায় জাতিসংঘ আগের মতোই নিজের অবস্থান বজায় রাখবে বলে প্রতিশ্রুতি দেন বান কি-মুন।

অনুষ্ঠানে ইসরাইলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো গণহত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধ করা।

নাৎসি জার্মানির গণহত্যায় নিহতদের স্মরণে প্রতি বছরের ২৭ জানুয়ারি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছর যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তুষার ঝড়ের কারণে ২৮ জানুয়ারি এ অনুষ্ঠান স্থগিত রাখা হয়। লিলি/তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040