Web bengali.cri.cn   
রেশম পথের সম্প্রসারণে আরো নগর পুনরুদ্ধার হবে:গবেষণা রিপোর্ট
  2015-01-28 19:32:41  cri
জানুয়ারি ২৮: রেশম পথের সম্প্রসারণে আরো নগর পুনরুদ্ধার হবে বলে আজ (বুধবার) পেইচিংয়ে চীনের একটি গবেষণা সংস্থার প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গেছে।

রিপোর্টে বলা হয়, চীন 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত কৌশল প্রবর্তন করেছে, যা রেশম পথ সংশ্লিষ্ট শহরগুলোর ওপর বিশ্বের নজর আকৃষ্ট করেছে। নতুন রেশম পথের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের আদান-প্রদানে আরও বেশি নগর পুনরুদ্ধার হবে বলে অনুমান করা হচ্ছে।

চীনের 'শাংহাই সামাজিক একাডেমি'র প্রকাশিত 'আন্তর্জাতিক শহর ব্লুবুক: আন্তর্জাতিক মঞ্চের উন্নয়ন রিপোর্ট-২০১৫' তে বলা হয়, ২০১৪ সালে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের রেশম পথ তহবিল গড়ে তুলেছে চীন। পাশাপাশি এশীয় অবকাঠামোগত বিনিয়োগ ব্যাংক, ব্রিকস উন্নয়ন ব্যাংক এবং শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকিং পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে নতুন রেশম পথ সংশ্লিষ্ট অর্থনৈতিক অঞ্চল এবং একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশম পথ সংক্রান্ত কৌশলগত ধারণা আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হয়েছে।

(ওয়াং তান হোং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040