Web bengali.cri.cn   
চিয়াং মে ছি ও তার গান
  2015-01-28 13:38:26  cri


প্রিয় শ্রোতা, আপনারা কি 'দ্য সেকেন্ড আই বিউটি' টার্মটা শুনেছেন? যদি কোনো মেয়েকে প্রথম দর্শনে সুন্দরী মনে না-হয়, কিন্তু ভালো করে খেয়াল করলেই তাকে সুন্দরী বলে মনে হয়, তখন আমরা তাকে বলবো 'দ্য সেকেন্ড আই বিউটি'। চিয়াং মে ছি এমন একটি মেয়ে। তিনি তাইওয়ানের একজন সংখ্যালঘু জাতির মেয়ে এবং দেখতে তথাগত সুন্দরী নন। তবে তার কন্ঠ এত মিষ্টি এবং তার গান সবসময় মর্মস্পর্শকারী। আজকের অনুষ্ঠানে আমরা চিয়াং মে ছি ও তার গানের সঙ্গে পরিচিত হব।

প্রথমে আমরা শুনব চিয়াং মে ছির কন্ঠে গাওয়া 'আগের প্রেমপত্র' শীর্ষক একটি গান। এ গান আসলে যৌবন সম্পর্কিত এবং আমর প্রিয় একটি গান।

১৯৯৮ সালে ১৮ বছর বয়সী চিয়াং মে ছি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চতুর্থ স্থান অর্জন করেন। ওই প্রতিযোগিতায় তার গুরুত্বপূর্ণ একজন মানুষের সঙ্গে পরিচয় হয়। উনি বিখ্যাত গীতিকার ইয়াং ছিয়ান। চিয়াং মে ছি এ প্রতিযোগিতায় চতুর্থ হলেও, ইয়াং ছিয়ান তার মধ্যে প্রতিভার সন্ধান পান। তার প্রস্তাবে চিয়াং মে ছি নতুন প্রতিষ্ঠিত একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।

১৯৯৯ সালে চিয়াং মে ছি ধারাবাহিকভাবে দুটি ব্যাক্তিগত অ্যালবাম প্রকাশ করেন। তার দ্বিতীয় অ্যালবামের নাম The second eye beauty। অ্যালবামের একটি গান টিভি নাটকে ব্যবহার করা হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে। এখন একসাথে শুনব গানটি।

আসলে সংগীতের জগতে চিয়াং মে ছির পেশাদার জীবনের শুরুটা তেমন মসৃণ ছিল না। তার প্রথম দুটি অ্যালবাম তাকে খ্যাতি এনে দিতে পারেনি। যখন তার সঙ্গে একই সময়ে ওই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ অন্য দু'জন নতুন শিল্পী ব্যাপক পরিচিত হয়ে ওঠেন, তখনও চিয়াং মে ছি ছিলেন আমাদের জন্য অপরিচিত একজন গায়িকা।

২০০০ সালে প্রকাশিত হয় চিয়াং মে ছির তৃতীয় অ্যালবাম। কোম্পানি বলেছিল, এ অ্যালবাম এক লাখ কপি বিক্রি না-হলে, তার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না। অ্যালবামে চিয়াং মে ছি নিজের গায়কী পরিবর্তন করেন। অবশেষে এ অ্যালবাম এক লাখের বেশি কপি বিক্রি হয় বলে কোম্পানি তার সঙ্গে চুক্তি নবায়ন করে। এখন আমরা একসাথে উপভোগ করব 'প্রিয়, কেন আমার কাছে নও' শীর্ষক একটি গান।

২০০১-২০০৩ সালে চিয়াং মে ছির পেশাদার শিল্পী জীবন একটি স্থিতিশীল পর্যায়ে প্রবেশ করে। তার তিনটা অ্যালবাম ভাল করে এবং মানুষ তার শিল্পী প্রতিভার স্বীকৃতি দেয়। শ্রোতাদের কাছে তিনি 'হিলিং গায়িকা' বলে পরিচিত হয়ে ওঠেন। কারণ, বলা হয় তার গান শুনলে মনের ঘা ভালো হয়ে যায়।

এখন শুনুন ২০০১ সালে প্রকাশিত 'মনে রাখা' শীর্ষক একটি গান।

২০০২ সালে চিয়াং মে ছির নতুন একটি অ্যালবাম প্রকাশিত হয়। তাইওয়ানের কয়েকজন বিখ্যাত সুরকার এ অ্যালবামের গানগুলিতে সুরারোপ করেন। অ্যালবামের মূল গানটি তিনি অত্যন্ত যত্ন করে রেকর্ড করেন। গানটি বারবার গেয়েও যখন তিনি সন্তুষ্ট হচ্ছিলেন না, তখন তিনি স্টুডিওতে কান্নায় ভেঙেও পড়েন। চলুন এই বিশেষ গানটি শুনি।

২০০৩ সালে চিয়াং মে ছি প্রকাশ করেন 'বন্ধুর বন্ধু' শীর্ষক একটি অ্যালবাম। 'বন্ধুর বন্ধু' এ অ্যালবামের প্রধান গান। গানটিতে বলা হয়েছে: আমরা ছিলাম এ বিশ্বে সবচেয়ে ঘনিষ্ঠ দু'জন মানুষ/ এখন আমাদের শুধু কয়েকজন সাধারণ বন্ধু আছে/ এখন আমরা পরস্পরের বন্ধুর বন্ধু। শুনুন তাহলে গানটি।

২০০৪ সাল থেকে চিয়াং মে ছির পেশাদার শিল্পী জীবন আবারো সংকটের সম্মুখীণ হয়। তখন তাইওয়ানের সংগীত বাজারে ধস নামে এবং তার কোম্পানি তার সঙ্গে আর কাজ না-করার সিদ্ধান্ত নেয়। তখনকার বিখ্যাত গায়িকা চাই ছিন চিয়াং মে ছিকে আবার আবিষ্কার করেন এবং তার প্রস্তাবে চিয়াং মে ছি মিউজিক ভিডিওতে কাজ করা শুরু করেন। অপ্রত্যাশিতভাবে চিয়াং মে ছি এ ক্ষেত্রে সাফল্য অর্জন করে আবার নিজের পুরনো ফর্মে ফিরে আসেন। এখন আমরা শুনব 'আমার মন সাগরের মতো' শীর্ষক একটি মিউজিক ভিডিও।

২০১৫ সালের ১৪ জানুয়ারি চিয়াং মে ছি তার বিয়ের কথা জানান। তার স্বামী একজন গিটার বাদক।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040