Web bengali.cri.cn   
পেইচিংয়ে পাক সেনাপ্রধানের সঙ্গে চীনের জাতীয় রাজনৈতিক সম্মেলনের চেয়ারম্যানের সাক্ষাত
  2015-01-26 20:13:37  cri
জানুয়ারি ২৬: পেইচিং সফররত পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে আজ (সোমবার) বিকেলে গণ মহাভবনে সাক্ষাত করেন চীনের জাতীয় রাজনৈতিক সম্মেলনের চেয়ারম্যান ইয়ু জেং শেং।

সাক্ষাতের সময় ইয়ু জেং শেং বলেন, চীন ও পাকিস্তান চিরদিনের ভালো বন্ধু। চীন বরাবরই দু'দেশের সম্পর্ককে কূটনীতির প্রথম স্থানে রেখে আসছে। চীন পাকিস্তানের সঙ্গে দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নীত করতে ইচ্ছুক।

রাহিল বলেন, পাক-চীন সম্পর্ক পাকিস্তানের কূটনৈতিক নীতির ভিত্তি। পাক বাহিনী আগের মতোই দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার উন্নতি করবে বলে তিনি জোর দিয়ে তুলে ধরেন। (ওয়াং তান হোং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040