Web bengali.cri.cn   
নেপাল,বাংলাদেশ ও শ্রীলংকায় আয়োজিত হবে 'আনন্দময় বসন্ত উত্সব'
  2015-01-26 19:28:51  cri

 

 

 

জানুয়ারি ২৬: ২০১৫ সালে 'আনন্দময় বসন্ত উত্সব' শিরোনামে এক অনুষ্ঠান নেপাল,বাংলাদেশ ও শ্রীলংকায় আয়োজিত হবে। এ উপলক্ষে সে দেশসমূহের উদ্দেশে আজ (সোমবার) যাত্রা শুরু করেছে চীনের কান সু প্রদেশের অপেরা হাউসের শিল্পীদলসহ ৩০ সদস্যের এক প্রতিনিধি দল ।

জানা গেছে, চীন-নেপাল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম ও চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষে চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যকার সাংস্কৃতিক আদান-প্রদান জোরদারের লক্ষে চীনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ দল পাঠায়।

কান সু প্রদেশের অপেরা হাউসের মহাপরিচালক পেং তে মিং বলেন, এবারের এ অনুষ্ঠানে তুনহুয়াং সংস্কৃতি ও চীনা জাতির সংস্কৃতিকে কেন্দ্র করে চীনের বৈশিষ্ট্যময় নৃত্য ও 'জুঁই ফুল' নামের গান পরিবেশন করা হবে ।

প্রতিনিধি দলটি ২৬ থেকে ৩১ জানুয়ারি নেপাল, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ এবং ৫ থেকে ১০ ফেব্রুয়ারি শ্রীলংকায় অবস্থান করবেন। (ওয়াং তান হোং/টুটুল)


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040