Web bengali.cri.cn   
গত বছর তিব্বতিদের বসতবাড়ি উন্নয়নে ব্যয় হয়েছে ৬০০ কোটি ইউয়ান; লক্ষাধিক নাগরিক উপকৃত
  2015-01-26 18:35:39  cri
জানুয়ারি ২৬: ২০১৪ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে নিম্ন আয়ের মানুষের বসতবাড়ি উন্নয়নে ৬০০ কোটি ইউয়ান ব্যয় করা হয়েছে। এতে লক্ষাধিক তিব্বতি উপকৃত হয়েছেন। অঞ্চলটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

প্রকাশিত তথ্য অনুসারে, গেল বছর ৭২ হাজার বসতবাড়ি নির্মাণ ও সংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয় এবং এর অধিকাংশ কাজই শেষ হয়েছে। এ ছাড়া, এ বছর তিব্বতের দশ সহস্রাধিক নিম্ন আয়ের পরিবারকে বাড়িভাড়া খাতে ৪ কোটি ৭৫ লাখ ইউয়ান ভর্তুকি দেওয়া হয়।

এদিকে, তিব্বতের হাউজিং বিভাগের উপ-গবেষক নি মা চিয়াং ছাই জানিয়েছেন, নগরের তৃণমূল পর্যায়ের ক্যাডার ও কর্মীদের আবাসিক সমস্যা সমাধানের জন্য চলতি ও আগামী বছর ৬৯৬টি থানায় মোট ১৬ লাখ বর্গমিটার আয়তনের ৩২ হাজার সেট অস্থায়ী বসতি গড়ে তোলা হবে। এ খাতে ব্যয় হবে ৫২০ কোটি ইউয়ানেরও বেশি। (প্রেমা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040