Web bengali.cri.cn   
ভারতের প্রজাতন্ত্র দিবস আজ
  2015-01-26 17:51:50  cri
জানুয়ারি ২৬ : ভারতের প্রজাতন্ত্র দিবস আজ সোমবার । প্রজাতন্ত্র দিবসের আগে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ।

নয়াদিল্লির ঐতিহাসিক 'রাজপথে' সকালে শুরু হয় দিবসটির বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রধান অতিথির আসন নিয়ে এ মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা । সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা ।

৬৯তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অংশ নিয়েছেন ওবামা। সকাল সাড়ে ১০টার পর শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ মোদী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রজাতন্ত্র দিবসের এ বর্ণাঢ্য পরিবেশনা ও সামরিক বাহিনীর কুচকাওয়াজের পাশাপাশি নানা অনুষ্ঠানও উপভোগ করেন ওবামা ।

ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রতিবারই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় দিল্লিতে। তবে ওবামার উপস্থিতির কারণে এবার অতীতের সব রেকর্ড ভেঙেছে । রাজধানীকে মুড়িয়ে দেয়া হয়েছে সাত স্তর নিরাপত্তার ঘেরাটোপে। রাজপথে মূল অনুষ্ঠানস্থল ঘিরে মোতায়েন করা হয়েছে ৫০ হাজার নিরাপত্তা রক্ষী। এছাড়া শুধু মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় রয়েছে ৫শ' সিক্রেট সার্ভিস এজেন্ট । (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040