Web bengali.cri.cn   
ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সঙ্গে সংঘর্ষে ১২ সেনাসহ ৬৫ জন নিহত
  2015-01-26 10:19:02  cri
জানুয়ারি ২৬: রোববার ইরাকের বিভিন্ন জায়গায় সরকারি বাহিনী ও সন্ত্রাসী আইএস গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে ১২জন সেনাসহ ৬৫ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। স্থানীয় নিরাপত্তা বিভাগ এ তথ্য জানিয়েছে।

পূর্ব ইরাকের দিয়ালা প্রদেশের পুলিশ বিভাগের পরিচালক জামিল আল শিমারি জানিয়েছেন, সরকারি সেনা ও শিয়াসম্প্রদায়ের বেসরকারি বাহিনী রোববার যৌথভাবে ওই অঞ্চলের আইএস জঙ্গিদের ওপর হামলা চালায়। তুমুল লড়াইয়ের পর জঙ্গিদের কাছ থেকে মাকদাদিয়া শহর উপকণ্ঠের ৮টি গ্রাম পুনর্দখল করেছে সেনারা। এ সংঘর্ষে ৩৫জন জঙ্গি নিহত হয়।

অন্যদিকে, পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশে একই দিন সরকারি সেনা ও আইএসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জঙ্গি নিহত এবং ৩ জন গ্রেফতার হয়। এ সময় ১২ জন সেনা নিহত ও ৭ সেনা আহত হয়।

একই প্রদেশের ফাল্লুজাহ শহরে সরকারি বাহিনী ও আইএস'এর মধ্যে সংঘর্ষে ৫ জঙ্গি নিহত এবং ১২ জন আহত হয়।

এছাড়া, এদিন বাগদাদে কয়েকটি স্থল বোমা হামলা ও সংঘর্ষে আরো ৯ জন নিহত ও ২৭ জন আহত হয়।

(স্বর্ণা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040