0110music
|
আজকের 'সুরের ধারা' অনুষ্ঠানে আপনাদেরকে বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের গান শোনাবো। তবে গান শোনার আগে ফরিদা পারভীনের কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, কেমন?
ফরিদা পারভিন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানায় জন্মগ্রহণ করেন। জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। ফরিদা পারভীনের বাবা প্রয়াত দেলোয়ার হোসেন পেশায় ছিলেন একজন সাধারণ চিকিৎসক। মা রৌফা বেগম। ফরিদা পারভীনের স্বামী হলেন প্রখ্যাত গীতিকার ও কণ্ঠশিল্পী আবু জাফর।
ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুল সঙ্গীতের শিল্পী হিসেবে নির্বাচিত হন। নজরুলগীতি দিয়ে সঙ্গীত জীবন শুরু করলেও তিনি পরবর্তীতে দেশাত্মবোধক গান গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন । লালন সঙ্গীতের জন্য সারা বাংলাদেশে ভীষণ জনপ্রিয় তিনি। এই শিল্পীকে লালন কন্যা বলেও ডাকা হয়।
আচ্ছা বন্ধুরা, আর তাহলে বেশি কথা নয়। এখন আমি আপনাদেরকে ফরিদা পারভীনের কণ্ঠে বেশ কয়েকটি সুন্দর গান শোনাবো। আশা করি, গানগুলো আপনারা ভীষণ পছন্দ করবেন।
.....
বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারা'। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা। আপনারা এখন শুনছেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে বাংলা গান।
.....
প্রিয় শ্রোতা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও সুন্দর থাকুন। বিদায় নিচ্ছি আপনাদেরই প্রিয় বন্ধু আমি মুক্তা। চাই চিয়েন। (মুক্তা/টুটুল)