Web bengali.cri.cn   
সঙ্গীতমালা
  2015-01-25 19:47:06  cri

ভ্রমণ করতে আপনাদের কেমন লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে এমন মানুষ খুব কম পাওয়া যাবে, যারা ভ্রমণ পছন্দ করেন না। পৃথিবীর বিভিন্ন স্থানে বা নিজের দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা। ভ্রমণ থেকে অনেক জ্ঞানও অর্জন করা যায়; বিভিন্ন অঞ্চল বা দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা যায়। তো, আজ আমরা ভ্রমণ সম্পর্কিত কিছু গান শুনবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

আজকে প্রথম যে গানটি আপনাদেরকে উপহার দেব সেটির নাম 'গ্রীষ্মকালের ভ্রমণ'। গেয়েছেন দু'জন নারী শিল্পীর সমন্বয়ে গঠিত সংগীত দল 'চিন সিয়ো'। তাদের দুজনের নামের আদ্যক্ষর নিয়ে এ গ্রুপের নামকরণ করা হয়েছে। আর এ আদ্যক্ষর নিয়ে যে নাম তৈরি হয়েছে চীনা ভাষায় তার অর্থ 'সুন্দর'। এ দুজন শিল্পীর কণ্ঠ তাদের গ্রুপের নামের মতোই খুব সুন্দর। তাহলে শুনুন গানটি।

জীবনের একঘেঁয়েমি বা কাজের চাপ থেকে সাময়িক মুক্তি পেতে ভ্রমণ আমাদের জন্য খুব প্রয়োজনীয়। সম্প্রতি আমি চীনের উত্তর উপকূলবর্তী শহর 'তা লিয়ানে' গিয়েছিলাম। পেইচিংয়ে এখন গরম। 'তা লিয়ান' সে তুলনায় কিছুটা ঠান্ডা। বিশাল সাগর দেখে আমার মন শান্ত হয়েছে; আমি অনেক কষ্ট ভুলে গেছি। কী, আপনাদেরও কি সাগর দেখতে ইচ্ছে করছে? সুযোগ পেলে ঘুরে আসুন সাগর থেকে; ভালো লাগবে। তবে, যাবার আগে শুনে যান 'সাগরে যাব' শীর্ষক একটি গান।

ভ্রমণ কেবল মনের ওপর থেকে চাপ কমায়, তা নয়; ভ্রমণে আমাদের মনের দিগন্ত প্রসারিত হয়। আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পাশাপাশি, ভ্রমণে নতুন নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে বা পুরাতন বন্ধুদের সঙ্গে ভ্রমণে বের হলে সেই বন্ধুত্ব আরো গভীর হতে পারে। এখন আমরা শুনব 'একসঙ্গে ভ্রমণে যাব' শিরোনামের একটি গান।

গানের কথাগুলো অনেকটা এমন:

উষ্ণ রোদ, এত উজ্জ্বল

পার্কের ফুল, সূর্যালোকে—

আমি বসন্তকালের সঙ্গে ভ্রমণে--

গ্রীষ্মকালের অনুরাগ নিয়ে যাব।

আমি শরত্কালের সঙ্গে সাইকেল ভ্রমণে--

শীতের অবসর নিয়ে যাব।

আপনারা কী কখনো একা একা ভ্রমণ করেছেন? কেমন লেগেছে সে সব ভ্রমণ? আমি মনে করি, একা ভ্রমণের সাথে আমাদের জীবনের মিল আছে। আমাদের জীবনও একাকী ভ্রমণের মতো। জীবনের ভ্রমণ একাকীই করতে হয়। কী বলেন আপনারা? আশা করি আমাকে লিখে জানাবেন। তো, এখন আপনাদের শোনাব 'একাকী ভ্রমণ' শিরোনামের একটি গান।

কিছু কিছু বিষয় থাকে যা নিতান্তই নিজের। তেমনি কিছু কিছু অভিজ্ঞতাও একা একাই অর্জন করতে হয়। সেসব অভিজ্ঞতা দল বেধে ভ্রমণে গেলে হয় না। এখন শুনবেন তাইওয়ানের কণ্ঠশিল্পী তাই পেই নির 'একজনের লাগেজ' শিরোনামে একটি গান।

বন্ধুরা, গানটি শোনার পর আপনারা কি একা ভ্রমণের পরিকল্পনা করছেন? তো, ভ্রমণ কিভাবে করবেন? বিমানে না ট্রেনে? পায়ে হেঁটেও কিন্তু ভ্রমণ করা যায়। যখন বিমান বা ট্রেন ছিল না, তখন অনেকেই পায়ে হেঁটে ভ্রমণে বের হতেন। এখন আমরা শুনবো 'ওয়াকিং টু নিউ ইয়র্ক' নামের একটি গান।প্রিয় শ্রোতা, আজকের 'সুরের ধারায়' একেবারে শেষে শুনবো 'ভ্রমণ' শিরোনামের একটি গান। গেয়েছেন সিয়ু ওয়ে। তিনি ছিলেন একজন ভবঘুরে গায়ক। তার অনেক কঠিন সময় কেটেছে, কিন্তু কখনো গান গাওয়া ছেড়ে দেননি। একটি গিটার নিয়ে তিনি সংগীত সাগরে ডুব দিয়েছেন। আমি তার 'ভ্রমণ' শীর্ষক গানটি খুব পছন্দ করি এবং আশা করি আপনাদেরও তা ভাল লাগবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040