আমি বিশ্বাস করি, উপন্যাসটি না পড়লেও শ্রোতাবন্ধুরা হয়তো এ চলচ্চিত্রটি দেখেছেন, তাই না? ব্রিটেন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এ চলচ্চিত্রটি নির্মান করেছে।
চলচ্চিত্রে যখন Elizabeth ও Darcyর মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়, তখন তাদের সংলাপ আমার মনে গভীর দাগ কেটেছে । সেই অংশটি আমি অনুবাদ করেছি । এখন বন্ধুদেরকে তা শোনাবো। আশা করি বন্ধুরা পছন্দ করবেন।
Darcy: Miss Elizabeth. গত কয়েক মাস আমার মনে খুবই কষ্ট ছিলো। সে আমি সহ্য করতে পারবো না। আমি এখানে তোমাকে দেখার জন্য এসেছি। আমার পরিবার, এ সমাজের judgement, তোমার মর্যাদা নিয়ে আমি নির্বিকার। আমি আশা করি তুমি আমার কষ্ট বুঝবে।
Elizabeth: তোমার কথা আমি বুঝতে পারছি না।
Darcy: আমি তোমাকে ভালবাসি। তুমি কি আমার ভালবাসা গ্রহণ করবে?
Elizabeth: সাহেব, তোমার কষ্টে আমি খুবই দুঃখিত। কিন্তু তা আমার intention নয়।
Darcy: এটা কি তোমার উত্তর?
Elizabeth: হ্যাঁ।
Darcy: তুমি কি আমাকে উপহাস করছো?
Elizabeth: না।
Darcy: তুমি কি আমাকে নাকচ করছো?
Elizabeth: আমি বিশ্বাস করি, তোমার ভালবাসা তোমাকে এতে বেশি কষ্ট দেয় বলে তুমি আমাকে দ্রুত ভুলে যাবে।
Darcy: আমি জানতে চাই কেন তুমি আমাকে এত হিংস্রভাবে নাকচ করছো?
Elizabeth: আমি জানি তুমি আমার বড় বোনের সুখ ধ্বংস করেছে? সে আর Mr. Bingley পরস্পরকে ভালবাসে, কেন তুমি তাদেরকে separate করিয়েছো? তুমি কি অস্বীকার করতে পারবে?
Darcy: আমি স্বীকার করি।
Elizabeth: কেন!
Darcy: আমি বিশ্বাস করি, তোমার বড় বোন Mr. Bingley পছন্দ করে না। কিন্তু সে তোমার বড় বোনকে গভীরভাবে ভালবাসে।
Elizabeth: কারণ আমার বড় বোন খুবই লাজুক! আমার বড় বোন তার মনের feelings খুব কম প্রকাশ করে, এমনকি আমার সাথেও কম কথা বলে।
তাই কেন তুমি তাকে না জানিয়ে Mr. Bingleyকে রাজি করিয়েছো যে, আমার বড় বওন তাকে পছন্দ করে না?
Darcy: কারণ...
Elizabeth: সামাজিক মর্যাদা? ভবিষ্যত? তুমি কি বিশ্বাস করো যে আমার বড় বোন টাকার জন্য তাকে পছন্দ করে?!
Darcy: না, তোমার বড় বোন ও তুমি আমার কাছে এরকম না, কিন্তু তোমার পরিবারের অন্য সদস্য...
Elizabeth: ও, ও......তাই তোমার ধারণা...হাহা, ওকে, তার পর what about Mr. Wickham ও তোমার সম্পর্ক?
Darcy: Mr. Wickham?