Web bengali.cri.cn   
সুরের ধারায়--সবচেয়ে উজ্জ্বল তারকা
  2015-01-26 18:50:44  cri


প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি শুয়েইফেইফেই শিখা। চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও সুন্দর সংগীতের বিশ্বে। কী, যাবেন তো আমার সঙ্গে? হ্যা, আমি জানি, যতক্ষণ সুরের ধারায় আমি আছি, ততক্ষণ আপনারাও আমার সঙ্গেই থাকবেন।

শুরুতেই আপনাদের শোনাবো একটি খুব রোম্যান্টিক ও সুন্দর চীনা গান। গানের নাম 'আকাশ'। গেয়েছেন চীনের বিখ্যাত কন্ঠশিল্পী ওয়াং ফেই

প্রিয় শ্রোতা, এখন শুনুন আরেকটি সুন্দর গান। গানের নাম "ম্যাচের স্বর্গ"। গেয়েছেন চীনের সঙ্গীত মহলের বিখ্যাত ব্যক্তিত্ব ছি ছিন। সঙ্গীত মহলের সবাই তাকে সম্মান করে।

প্রিয় শ্রোতা, এখন শুনুন আরেকটি খুব সুন্দর চীনা গান। গানের নাম "সবচেয়ে উজ্জ্বল তারকা"। গানটি গেয়েছেন চীনের একটি নতুন সঙ্গীত ব্যান্ড "থাওভাও চিহুয়া"। ব্যান্ডের চীনা নামের অর্থ হল "পালিয়ে যাওয়ার পরিকল্পনা"। গানটি চীনের চতুর্থ রক সঙ্গীত দিবসের শ্রেষ্ঠ রক গানের পুরস্কারও পেয়েছে। গানে বলা হয়েছে: আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা, যখন আমি পথ হারিয়ে ফেলি, প্লিজ, আমাকে দিক নির্দেশনা দিও। আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা, তুমি কি জানো, আগে যারা আমার সঙ্গে এগিয়ে যেত, তারা এখন কোথায়? প্লিজ, আমাকে আস্থা দাও, আমাকে বিশ্বাস দাও।

প্রিয় শ্রোতা, বিশ্বে এমন অনেকেই আছেন, যারা গোপনে ভালোবাসেন নিজের প্রিয় মানুষটিকে। তারা হয়তো কখনোই পৌঁছাতে পারেননি প্রিয় মানুষের মনের রাজ্যে। কিন্তু তাদের এই গোপন ভালোবাসা কখনো কমে যায় না। এখন আপনাদের শোনাবো এমন ধরনে ভালোবাসার গল্প বলা একটি গান। গানের নাম "মনের দূরত্ব"। গেয়েছেন চীনের কন্ঠশিল্পী "ফান উই ছি"।

এবার আবারও আমি আপনাদের গান শোনাতে চাই। কি শুনবেন তো? এই গানটি হলো আমার খুব প্রিয় কন্ঠশিল্পী মাইকেল বুবলে-এর(Michael buble) গাওয়া। তার কন্ঠ যেন সিল্কের মত মসৃণ। তাকে বলা হয় নতুন যুগে জাজ কন্ঠশিল্পীর শ্রেষ্ঠ প্রতিনিধি। আজ তার গাওয়া দু'টি গান আপনাদের শোনাবো। গানটি হলhome "আর can't help falling in love।

প্রিয় শ্রোতা, এখন শুনুন দক্ষিণ কোরিয়ার একটি খুব মধুর ও সুন্দর গান। গানের নাম nothing better। আশা করি তা আপনাদের ভালো লাগবে।

সুন্দর গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তবে শেষ করার আগে আপনাদেরকে আরেকটি সুন্দর গান শোনাতে চাই, গানটি আবারও একটি দক্ষিণ কোরিয়া গান। গানের নাম illa illa

প্রিয় শ্রোতা, সুন্দর গানের মধ্য দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আশা করি আজকের গান আপনাদের ভালো লেগেছে। এ অনুষ্ঠানে আপনার সম্পর্কে কোনো মতামত থাকলে অথবা আমাদের সঙ্গে আপনার অনুভূতি ভাগাভাগি করতে চাইলে আমাকে ইমেল করতে বা চিঠি লিখতে পারেন। আমার ইমেল ঠিকানা হল xuefeifei@cri.com.cn, অথবা আপনি আমাদের বাংলা বিভাগের ইমেল ঠিকানায়ও লিখতে পারেন। বাংলা বিভাগের ইমেল ঠিকানা হল ben@cri.com.cn । এ ছাড়া যদি আপনি আপনার প্রিয় গান অন্য শ্রোতার সঙ্গে ভাগাভাগি করতে চান, তাহলে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমি অনুষ্ঠানে তা প্রচার করবো। আচ্ছা, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি; সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান। (ফেই ফেই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040