

20150122music.m4a
|
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো, একই সিরিয়ালের আরো একটি গান।
একদিন এপার্টমেন্টে এক ভয়াবহ অগ্নিকান্ডে ছুই লে পিং'র অনুবাদগুলো পুড়ে যায়। ছুই লে পিং চাকরীচ্যুত হন। সে মালিক দুঃখ প্রকাশ করে তাকে শেন শিথাও'র প্রতিবেশী এপার্টমেন্টে থাকতে দেয়।
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো যখন ভালোবাসা কাছে আসে...
জীবন-যাপনের অভ্যাসের ব্যবধানের কারণে দু'জন পরস্পরকে বিরক্ত করে এবং মাঝেমধ্যে দু'জন নিজ নিজ বাসায় দেয়ালের দু'পাশে ঝগড়া করে। কিন্তু প্রতিবেশী হিসেবে দু'জনের মধ্যে কখনই দেখা হয় নি।
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো দু'জনের সৌভাগ্য শিরোনামের একটি গান।
একদিন এক পার্কে ছুই লে পিং হৃদরোগে আক্রান্ত একজন বৃদ্ধকে জরুরি সাহায্য দেন। এরপর থেকে সে বৃদ্ধের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন ছুই লে পিং। বৃদ্ধ কে? তিনি শেন শিথাও'র বাবা।
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো দুজনেরই সুখ শিরোনামের গান।
শেন শিথাও'র বাবা সবসময় ছুই লেপিংকে তার ছেলের কথা বলেন। কিন্তু ছুই লেপিং সে সময় জানতেন না তার প্রতিবেশী হলেন সেই ছেলেটি। অবশেষে একদিন দু'জনের হঠাত্ দেখা হলো এবং প্রেমে পড়লো এক নজরে। দু'জন সুখের সঙ্গে এক বেলা সময় কাটায়। বিদায়ের সময় দু'জন পরস্পরের ফোন নম্বর লিখে দেন। কিন্তু বৃষ্টির কারণে নম্বরটি ভিজে নষ্ট হয়ে যায়। তাদের মধ্যে আবারো দেখা হবার সুযোগ বন্ধ হয়ে যায়। প্রিয় শ্রোতা, তাদের দু'জনের কি আবারো দেখা হবে?
আচ্ছা, প্রিয় শ্রোতা, এখন আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটি সিরিয়ালের কিছু গান। এ সিরিয়ালের নাম 'যুবক ডক্টর"।
যুবক ডক্টর শিরোনামের সিরিয়াল ২০১৪ সালে মুক্তি পায়। এ সিরিয়ালে যুবক চিকিৎসকদের শ্রেষ্ঠ চিকিৎসকে পরিণত হওয়া এবং প্রেম, প্রাণ ও ভালোবাসা ভারসাম্যের অভিজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে।
প্রিয় শ্রোতা, এখন আপনি শুনছেন, 'একটি চুম্বনের'র মুহূর্ত শিরোনামের একটি গান।
ছেং চুন নামের ছেলেটি তার বিভাগের ডক্টর ওইয়াংইয়ুলিকে পছন্দ করেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসা শেন ছিং ছুয়ানও এ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে যোগ দেন।
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো ভালোবাসার স্বর শিরোনামের একটি গান।
শেন ছিং ছুয়ানও ওইয়াংইয়ুলুকে পছন্দ করেছেন। হঠাত্ এক প্রতিদ্বন্দীর আবির্ভাবে ছেং চুন খুব দুঃখ পান। তিনজন মানসিক যন্ত্রণায় পড়ে যান।
এ দিকে এ হাসপাতালে আসা ইন্টার্ন চিকিৎসকরাও নানা ধরণের ঝামেলা করেন। তবু তাদের সঙ্গে অনেক মজার মজার কাহিনী ঘটে। রোগীদের বারবার চিকিত্সা দেয়ার মাধ্যমে যুবক চিকিৎসকরা আরও পেশাদার হয়ে ওঠেন।
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো এ সিরিয়ালের গান-যুবক ডাক্তার।




