
সঙ্গীতানুষ্ঠান-০২০৮

প্রিয় শ্রোতা, আজকের আমাদের সঙ্গীতানুষ্ঠানে আমরা চলে যাব চীনের একজন নাম করা গায়িকা জাং লিয়াং ইং এর কাছে, তার গাওয়া অনেক সুন্দর গান উপভোগ করব। অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে শোনাবো 'হয়তো এটাকে ভালবাসা বলা হয়'
গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো। আচ্ছা, বন্ধুরা, এখন শুনবেন উনার গাওয়া হাসার পর
প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে 'ভালবাসা'। আশা করি গানটি ভাল লাগবে আপনাদের।
এবার আমরা তার গাওয়া 'হ্রদয় আঁকা'।
বন্ধুরা, কেমন লাগল গানটি? আশা করি নিশ্চয়ই ভাল, তাইনা? এবারে আমরা আরেকটি গান শুনবো, কেমন?।তাহলে শুনুন 'খোদাই'
এবার আমরা তার গাওয়া "আমি বিশ্বাস করি"।
আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। তবে বিদায় নেবার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে শোনাবো "আমাদের প্রতিশ্রুতি"। আশা করি গানটি আপনাদের খুবই ভাল লাগবে। (প্রকাশ)
0208.m4a
|
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
