Web bengali.cri.cn   
আকাশের সাথে-১৫০১২৪
  2015-01-24 20:20:28  cri

ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি আমি এনামুল হক টুটুল এবং আমি শিয়েনেন আকাশ।

ক: বন্ধুরা, কেমন আছেন আপনারা? নতুন বছর কেমন কাটছে আপনাদের? আমি নতুন বছরে এখন পর্যন্ত খুবই ভাল সময় কাটাচ্ছি।

গত ১৪ জানুয়ারি পেইচিংয়ে এ বছর প্রথম বারের মত তুষার পড়েছে! আমি খুবই আনন্দিত, আমার অনেক ভাল লেগেছে। টুটুল, সেদিনের তুষার দেখে তোমার কেমন লেগেছে?

ট: চমত্কার, আমি অভিভূত, আমি মুগ্ধ। (লাইভ)

ক: হ্যাঁ। ভাই বোনেরা , আমরা আশা করি , এ বছরের এ তুষারপাত আমাদের সবার জন্য, আমাদের পরিবারের সদস্যাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে।

ট: হ্যাঁ ভাইয়া, আমিও তাই প্রত্যাশা করি। এটা আমাদের প্রার্থনা। নতুন বছরে পেইচিংয়ের এই তুষারপাতে মুছে যাবে আমাদের সকলের সমস্ত কষ্ট, যন্ত্রণা, দু:খ, বেদনা। সবার জীবনে সীমাহীন সুখ শান্তি বয়ে আনবে এই তুষারপাত সেই প্রার্থনা আমাদের।

ক: আসলে এ নতুন বছরের এ ক'দিন আমি মা বাবাকে খুবই মিস করেছি, এখনও করছি। তাঁরা এখন চীনের সি চিয়া কুয়াং শহরে থাকেন। এজন্য অনেক দিন হলো আমি তাঁদের দেখিনা ।

ট: আমার অবস্থাও একইরকম। আমি আমার মাকে খুবই মিস করি। প্রতিটি মুহূর্তে মায়ের কথা মনে হয়। অবশ্য সবসময় মনে করি মা আমার সঙ্গেই আছেন। আমি আমার আত্মা, হৃদয় দিয়ে মাকে অনুভব করি গভীরভাবে। তাই মা দূরে থাকলেও মনে হয় তিনি সবসময়ই আমার সঙ্গে আছেন।

ক: ভাই, তুমি বেশি বেশি মাকে ফোন করবা কেমন?

ট: হ্যাঁ। ঠিক বলেছো। আমি প্রতিদিন মাকে ফোন করি। (লাইভ)

ক: ভাই, আমি সম্প্রতি মা-বাবার জন্য কি করেছি তুমি জানো? বন্ধুরা, চীনে এখন 'অনলাইন শপিং' খুবই জনপ্রিয়। এর মধ্যে একটি হচ্ছে 'থাওপাও'। থাওপাও অর্থ হচ্ছে 'সম্পদ খোঁজা'।

ট: বন্ধুরা, আমি থাওপাওয়ের কথা জানি। কারণ আকাশ ভাই এ 'থাওপাও'র মাধ্যমে আমার জন্য একটি টি খানোং স্পোর্টস জুতা কিনেছেন। (লাইভ)

ক: হ্যাঁ। বন্ধুরা, এ 'থাওপাও'র মাধ্যমে জিনিস কেনা খুবই সহজ এবং অনেক সস্তাও। জিনিসপত্র কেনার পর,এক্সপ্রেস ডেলিভারির কর্মীরা আমাদের বাসায় তা পৌঁছে দেন। আমি এখন প্রায় সবকিছুই এ অনলাইনের মাধ্যমে কিনি। বন্ধুরা, আমি সম্প্রতি 'থাওপাও'র মাধ্যমে মা-বাবার জন্য অনেক জিনিস কিনেছি। যেমন, মার জন্য শরীরচর্চার ম্যাট, পোষাক ও সিপির মুরগী।

ট: ও আচ্ছা, তাই? সিপির মুরগী মানে আমাদের বাংলাদেশে পাওয়া যায় ওই সিপির মুরগী?

ক: হ্যাঁ। সিপি, সিপি, ঢাকায় সিপির অনেক ফ্রাই চিকেন বা মিট বল পাওয়া যায়। তাছাড়া, সুপারমার্কেটে সিপির অনেক ডিমও পাওয়া যায়।

ট: আসলে সিপি হচ্ছে থাইল্যান্ডের একটি কোম্পানি। এর গুনগত মান অনেক ভালো। আমি খুবই অবাক হয়েছি, ওই রকম মুরগী এখন অনলাইনেও কিনতে পাওয়া যায়! হাহাহাহাহ, দেখবে কিছুদিনের মধ্যে জামাই, বউও কিনতে পাওয়া যাবে।

ক: হাহা, বউ কোথা থেকেও কিন্তু পারবে না, ভাইয়া।

আসলে আমি মাঝে মাঝেই অনলাইন থেকে মা-বাবার জন্য অনেক কিছু কিনি। কারণ মা-বাবাকে আমি খুবই মিস করি।

বন্ধুরা, সামনে চীনের বসন্ত উত্সব, দিন দিন আমি তাঁদেরকে আরো বেশি মিস করা শুরু করেছি।

ট: ভাইয়া, তুমি বসন্ত উত্সবে মা-বাবাকে দেখতে পারবে। তুমি মা-বাবার জন্য সত্যিই অনেক ভাল কাজ করেছো। ভাইবোনেরা, আমাদের বেশি বেশি মা-বাবার যত্ন নেয়া উচিত। তাঁদের বেশি বেশি ফোন করবেন, প্লিজ । তাঁরা আসলে সবসময়ই আমাদের ফোনের জন্য অপেক্ষা করেন।

ক: ভাইয়া, তুমি কিভাবে এসময় পার করেছো?

ট: এপেক (বিস্তারিত)।

ক: ভাইবোনেরা, আনন্দের সময় মাঝে মাঝে খুব দ্রুত শেষ হয়ে যায়। আমরা এখন টাইম মেশিন খুলে আনন্দের সময়কে ধরে রাখবো। আমরা সবসময় আমাদের মা-বাবা, ছেলেমেয়ে, ভাইবোন, পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকবো, কেমন?

এবার আমরা একটি সুন্দর গান শুনবো। এটি চীনের মেই তেই ব্যান্ডের একটি গান। গানের নাম 'টাইম মেশিন'।

(গান)

ক: বন্ধুরা, অনেক দিন আমরা আমাদের কোনো শ্রোতাবন্ধুর চিঠি পড়িনা। এটা আসলে আমাদের দোষ। এর জন্য আমরা কোনো excuse বলতে চাই না। আজ থেকে আবার আগের মতোই নিয়মিত জায়গা থাকবে শ্রোতাবন্ধুদের চিঠির জন্য, কেমন?

ট: জী। বন্ধুরা, দয়া করে আপনারা আমাদের সাথে আপনাদের অনুভূতি শেয়ার করুন। আমরা পরস্পরের সাথে আমাদের আনন্দ, বেদনা ভাগাভাগি করতে চাই। তাই আমাদেরকে যেকোনো ঘটনা লিখে জানাতে পারেন।

আচ্ছা, এখন তাহলে আমাদের প্রিয় ভাই দেবাশীষ গোপের চিঠি পড়বো, কেমন?

....

ক: দেবাশীষ ভাই, আমরা আসলে দু:খিত। কারণ আমরা এ ক'দিন আপনার কোনো চিঠি পড়িনি। আজ থেকে প্রতি অনুষ্ঠানে আমরা শ্রোতাবন্ধুদের চিঠি পড়বো, কথা দিচ্ছি। দয়া করে আমাদেরকে ক্ষমা করুন। তবে সত্যি কথা বলতে কি, আমরা যখন আপনার চিঠি দেখি তখন আমরা অনেক খুশি ও আনন্দিত হই।

ট: নিয়মিত চিঠি লেখা এবং সেই সঙ্গে আমাদেরকে আপনার মতামত উত্সাহ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ দেবাশীষ ভাই। চিঠি না পড়লেও আপনিসহ আমাদের সকল শ্রোতাবন্ধু সবসময়ই আমাদের মনে বাস করেন । আমরা কখনও আপনাদেরকে ভুলিনা।

বন্ধুরা, এখন আমরা একটু আরাম করবো। সেই সঙ্গে শুনবো একটি মার্কিন কাউবয় গান। গানের নাম 'থ্যাংক গড আই এ্যাম এ কান্ট্রি বয়'। হাহা, আমরা এখন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে সমতল ভূমিতে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াবো।

ট: বন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

ক: বন্ধুরা, এবার তাহলে বিদায়। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনারা সবসময়ই আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়।

ট: হ্যাঁ বন্ধুরা, জীবনে মরণে আমরা কখনো পৃথক হবো না। চাই চিয়েন। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040