Web bengali.cri.cn   
চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী
  2015-01-27 19:06:44  cri

২০১৪ সাল ছিল চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। গত ৫০ বছরের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দু'দেশের সফল সহযোগিতা এবং দু'পক্ষের দু'পক্ষের লেনদেনের নতুন যুগ উপলক্ষে গত বছর ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত এপ্রিল থেকে জুন পর্যন্ত চীনের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত 'চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী বিশেষ প্রদর্শনীতে ফ্রান্সের the Louvre, Palace of Versailles ও Orsay Museum, The Picasso Museum ও Centre National d'art et de Culture Georges Pompidouসহ ৫টি বিশ্ববিখ্যাত জাদুঘরের দশটি গুরুত্বপূর্ণ চিত্রকর্ম প্রদর্শন করা হয়। প্রায় দেড় লাখ মানুষ প্রদর্শনীতে আসেন। ফ্রান্সের জাতীয় জাদুঘর লীগের প্রেসিডেন্ট জিঁয়া পল ক্লঁশে (Jeau-Paul Cluzel) বলেন,

"the Louvre, Palace of Versailles ও Orsay Museum, The Picasso Museum ও Centre National d'art et de Culture Georges Pompidouসহ ৫টি বিশ্ববিখ্যাত জাদুঘরে প্রতি বছরে এক মিলিয়নের বেশি চীনা পর্যটক আকর্ষণ করে। আমরা আশা করি প্রত্যেক পর্যটক চিত্রকর্মগুলো দেখতে পাবেন।"

"পর্যটকদের সুবিধা দেওয়ার জন্য এবার প্রদর্শনীতে আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করেছি। wechatসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে পর্যটকদের জন্য ভয়েস ন্যারেশন (Voice narration) দেয়া হয়েছে।"

চীনের জাতীয় জাদুঘরের উপপরিচালক ছেন ল্যু সেং বলেছেন, wechatসহ বিভিন্ন অ্যাপ প্রদর্শনীতে ব্যবহার করায় তা বেশ সফল হয়েছে।

তিনি বলেন,

"চার মাসে প্রদর্শনীর পরিকল্পনা থেকে উদ্বোধনী অনুষ্ঠান পর্যন্ত সব কাজই শেষ করেছি আমরা। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের কাজের গতি বাস্তবতাকে ছাড়িয়ে গেছে। আমারা অনেক চেষ্টা করেছি।"

চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর অন্য একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা ইভেন্ট হচ্ছে 'হান ফেং---চীনের হান রাজবংশের পুরাকীর্তি প্রদর্শন।' চীনের জাতীয় সাংস্কৃতিক পুরাকীর্তি নিদর্শন ব্যুরোর সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক বিভাগ যৌথভাবে এ ইভেন্টের আয়োজন করে। এটি হলো ফ্রান্সের বৃহত্তম চীনা পুরাকীর্তি প্রদর্শনী। এ ইভেন্টের একজন দায়িত্বশীল ব্যক্তি ইয়াও আন বলেন,

"হান রাজবংশ চীনাদের উপর গভীর প্রভাব ফেলেছে। হান জাতি, হান রাজবংশ, হান জাতির মানুষ, হান-স্টাইল এখনও জনপ্রিয়। আমরা প্রদর্শনীর পুরাকীর্তির বিভিন্ন বিষয় নির্ধারণের অনেক চেষ্টা করেছি। কারণ, এটি এখন পর্যন্ত বৃহত্তম প্রদর্শনী। এবার নয়টি প্রদেশের মোট ১৫০টি সংগ্রহ এখানে এসেছে।"

১লা মার্চ এ প্রদর্শনী শেষ হবে। প্রদর্শনীতে চীনের প্রত্নতাত্ত্বিককর্মীরা প্যারিসে বেশ কিছু হান বিষয়ক সাংস্কৃতিক ভাষণ ও আলোচনা সভায় অংশ নেবেন।

সরকারি সংস্থা ছাড়া চীন-ফ্রান্স দু'দেশের বেসরকারি শিল্প বিষয়ক সংস্থা ইতিবাচকভাবে চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেয়। তারাও বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করে। প্রধান দায়িত্বশীল ব্যক্তি জিন পল ডিঁউসে (Jean-Paul Desroches) বলেছেন,

"দু'টি সংস্কৃতি ও দু'রকম লাইফস্টাইল এবার প্রদর্শনীতে একাকার হয়ে গেছে। যেমন চীনের চা ও ফ্রান্সের আঙ্গুরের ওয়াইন। চা ও আঙ্গুর ওয়াইন দু'দেশের ২ হাজারেরও বেশি পুরানো। তাছাড়া চা সংস্কৃতি ও ওয়াইন সংস্কৃতি সম্পর্কে অনেক শিল্প এতে পরিবেশন করা হয়।"

প্রদর্শনীগুলো দু'দেশের বিশেষজ্ঞদের জন্য একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করেছে। দু'দেশের জনগণের জন্য পারস্পরিক সংস্কৃতি জানার সুযোগ করে দিয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040