Web bengali.cri.cn   
সঙ্গীতানুষ্ঠান ১৫/০১/১৭
  2015-01-17 18:24:23  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, শুভ নববর্ষ। পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 'সুরের ধারা' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এনামুল হক টুটুল এবং শিয়েনেন আকাশ।

সুপ্রিয় বন্ধুরা, সুখ-দু:খ,হাসি-আনন্দ,বিরহ-মিলন ছাড়াও জীবনের হাজার রকম কর্ম ব্যস্ততার মাঝে আপনারা যাতে বিভিন্ন দেশের গানের সাথে পরিচিত হয়ে উঠতে পারেন সেজন্যই আমাদের এ সঙ্গীতানুষ্ঠান।

বন্ধুরা, শুভ নববর্ষ। ভালো আছেন তো? গত সপ্তাহের 'সুরের ধারা' অনুষ্ঠানের গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো। হ্যাঁ বন্ধুরা, আমরা এ অনুষ্ঠানে আপনাদেরকে বিভিন্ন দেশের এমন কিছু গান শোনাতে চাই যা কেবল একটি কালের নয়, তা সর্বকালের, সর্বসময়ের ।

বন্ধুরা, আজ আমরা শুরুতেই মৌসুমী ভৌমিকের গাওয়া দু'টি গান শুনবো। প্রথমেই শুনবো 'স্বপ্ন দেখবো' নামের গানটি।

গান: স্বপ্ন দেখবো..................

এবার আমরা মৌসুমী ভৌমিকের আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'না লেখা চিঠি'। (১৭)

গান: না লেখা চিঠি......................

প্রিয় বন্ধুরা, আমাদের মন বড়ই বিচিত্র। আমাদের এই মনকে কখনো কখনো আমরা একেবারেই নিয়ন্ত্রণ করতে পারিনা। আমাদের মনের মানুষটির জন্য সবসময় অস্থির থাকে আমাদের এই মন, তাইনা? মাঝে মাঝে আমরা এটাও বুঝতে পারিনা যে, কে আমাদের মনে বাস করে । কে সে? কার জন্য আমাদের এ মন এতটা অস্থির?

হ্যাঁ বন্ধুরা, আমরা এখন সাধনা সারগামের এরকমই একটি গান শুনবো। আর এ গানটির নাম 'ও আমার ময়না গো'

গান: ও আমার ময়না গো...............

এবারে আমরা সাধনা সারগামের আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'আমি চলতে চলতে'।

গান: আমি চলতে চলতে......................

প্রিয় বন্ধুরা, কণ্ঠশিল্পী ইন্দ্রাণী সেনের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, তাইনা? এখন আমরা ইন্দ্রাণী সেনের কণ্ঠে হারানো প্রেম ফিরে আসা সম্পর্কিত একটি গান শুনবো।আর এ গানটির নাম 'সেই তো ফিরে'।(৬)

গান: সেই তো ফিরে...............

এবারে আমরা ইন্দ্রাণী সেনের আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'হাজার মনের ভিড়ে'।

গান: হাজার মনের ভিড়ে......................

বন্ধুরা, কেমন লাগছে আজকের সুরের ধারা অনুষ্ঠানের গানগুলো? আশা করি ভাল।

আমরা সবসময়ই আপনাদেরকে বলি যে, আমাদের এ গানের অনুষ্ঠানে আমরা সত্যিই বৈচিত্রতা আনার চেষ্টা করি সবসময়। এই অনুষ্ঠানে বাজানো গানগুলো পুরনো সময়ের কিন্তু তা যেন সবসময়ই জীবন্ত এবং বর্তমান। এসব গান আপনাদের ও আমাদের মধ্যে নতুন একধরনের অনুভূতি তৈরি করে বলে আমাদের বিশ্বাস।

বন্ধুরা, এখন আমরা মিতালী মুখার্জির গাওয়া দু'টি গান শুনবো, কেমন? প্রথমেই শুনবো 'মন তো মানেনা, প্রাণ তো মানেনা' শিরোনামের গানটি।

গান: মন তো মানেনা, প্রাণ তো মানেনা...................

বন্ধুরা, এবার তাহলে আমরা মিতালী মুখার্জির আরেকটি গান শুনবো। আর এ গানটি শোনার মধ্য দিয়েই শেষ করবো আমাদের আজকের 'সুরের ধারা' অনুষ্ঠানটি। তো বন্ধুরা, চলুন শোনা যাক মিতালী মুখার্জির 'চলে যাওয়া সেই দিন' গানটি।

গান: চলে যাওয়া সেই দিন..................

সুপ্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চাইলে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের কথা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমাদের ঠিকানা হলো akashxienan@gmail.com এবং

enamulhoquetutul@yahoo.com.আমাদের ফোন নম্বর হলো ০০৮৬১০৬৮৮৯২৪২০।

বন্ধুরা, এবার তাহলে বিদায় । আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040