1115muktarkotha
|
বন্ধুরা, আমি এখন কুয়াংচৌ শহরের চুংশান ইউনিভার্সিটিতে। কুয়াংচৌ শহরে দক্ষিণ এশিয়া ও আফ্রিকানসহ বেশি বিদেশী ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করেন। কেন বিদেশী ছাত্রছাত্রীরা কুয়াংচৌ শহরে লেখাপড়া করতে চায় এবং এখানে তাঁদের কেমন লাগে? তাহলে আজকের অনুষ্ঠানে আমি কয়েকজন বাংলাদেশের ছাত্রছাত্রী নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি।
গান
প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে এখানে প্রায় শেষ হলো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।
আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/টুটুল)