Web bengali.cri.cn   
চলতি প্রসঙ্গে-০১১৬
  2015-01-16 18:52:07  cri

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪৯তম সমাবর্তন অনুষ্ঠিত, ৬ হাজার ১০৪ জনকে ডিগ্রি প্রদান

টুঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সমাবর্তন বক্তা ছিলেন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মহাপরিচালক ফ্রান্সিস গ্যারি।

প্রঃ প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় অসামান্য অবদান রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এখন অনেক সম্প্রসারিত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের নেতিবাচক বিষয় থেকে দূরে থেকে সমাজের উন্নয়নে কাজ করার পরামর্শ দেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ফ্রান্সিস গ্যারিকে ডক্টর অব লজ ডিগ্রিতে ভূষিত করা হয়।

টুঃ এবারের সমাবর্তনে ৪২ জনকে পিএইচডিসহ ৬ হাজার ১০৪ জনকে ডিগ্রি দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য ৩৬ জনকে স্বর্ণপদক দেওয়া হয়।

চীনের সবচেয়ে বড় আকারের সমাবর্তন

২০০৯ সালে অনুষ্ঠিত চীনের হুবেই প্রদেশের হুয়াজুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ৩৪টি বিভাগের ৭৭২৭ জন ছাত্রচাত্রীকে ব্যাচেলর ডিগ্রি প্রদান করা হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040