Web bengali.cri.cn   
সিঙ্গাপুরের কন্ঠশিল্পী সুন ইয়ান চি
  2015-01-14 15:35:12  cri

বন্ধুরা, চীনা ভাষায় কেবল চীনে বসবাসকারী চীনা কণ্ঠশিল্পীরাই গান করেন, তা কিন্তু নয়। চীনের বাইরে বাস করেন এমন অনেক কণ্ঠশিল্পীও চীনা ভাষায় নিয়মিত গান করেন। আসলে তারা প্রবাসী চীনা। দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশেই চীনারা স্থায়ীভাবে বসবাস করেন। কিন্তু অন্য দেশের নাগরিক হলেও, তাদের মাতৃভাষা চীনা। তাই তারা চীনা ভাষায় গান করেন। এমন হয়েছে যে, আমি যে শিল্পীর গান পছন্দ করি, হঠাত একদিন আবিস্কার করলাম যে, তিনি আসলে চীনের নাগরিক নন। তবে, গান তো গানই, তাই না? নিজের ভাষায় যে-ই গান করুক, তা ভালো লাগে।

প্রিয় শ্র্রোতা, এখন যে গান আপনারা শুনছেন তার নাম 'আঁধার'। গানটি গেয়েছেন সিঙ্গাপুরের কন্ঠশিল্পী সুন ইয়ান চি।

 প্রথমে আমরা এ শ্রেষ্ঠ গায়িকার গান শুনবো তারপর তার পরিচয় সম্পর্কে জানবো।

সুন ইয়ান চি স্নেহশীল, আন্তরিক ও রসিক মেয়ে। তিনি খাটো ও পাতলা এবং সব সময় মাথার চুল ছোটো করে ছাঁটেন। সুন ইয়ান চি সিঙ্গাপুরের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন এবং ৫ বছর বয়স থেকে পিয়ানো শিখছেন। ২০০০ সালে প্রকাশিত তাঁর প্রথম অ্যালবাম তাইওয়ানে সবচে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। একজন নতুন গায়িকা হিসেবে তাঁর সাফল্য সবার মনে গভীর ছাপ ফেলেছে।

এখন যে গানটি আপনারা শুনছেন তার নাম 'দৌড়ানো' এবং গানের নাম থেকে আমরা জানি যে এ হল একটি দ্রুত লয়ের গান। সুন ইয়ান চি যে গান তাঁর নিজের মতো করে গাইতে পারেন।

আমার অনেক বন্ধু সুন ইয়ান চিকে খুব পছন্দ করে। তিনি নিজেও গান লিখেছেন এবং তাঁর প্রতিটি অ্যালবাম প্রশংসা পেয়েছে। তিনি তাঁর অনুরাগী ছাড়া সংগীতের বিশেষজ্ঞদের স্বীকৃতিও পেয়েছেন। একজন কন্ঠশিল্পী হিসেবে তিনি প্রায় সব ধরণের পুরস্কার জিতে নিয়েছেন। যদি কেউ বলে যে সুন ইয়ান চি চীনে সবচেয়ে বিখ্যাত বিদেশী কন্ঠশিল্পী আমি নিশ্চয়্ই বলব 'সন্দেহ নেই '। আচ্ছা, এখন শুনবেন একটি গান, গানের নাম 'দেখা করা'।

চীনে খুব জনপ্রিয় এ গানটি। গানে একটি মেয়ের ভালবাসার প্রতি প্রত্যাশা এবং তার জীবননীতি বর্ণনা করা হয়েছে। গানের কথা এমন:

ভবিষ্যতে কার সঙ্গে আমার দেখা হবে?

যে লোকের জন্য আমি অপেক্ষা করছি সে আমার থেকে কত দূরে?

অবশেষে আমি উত্তর পাব এবং তোমার সাথে দেখা করা আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতায় পরিণত হবে।

সুন ইয়ান চি গান গাওয়া ছাড়াও, অনেক সমাজসেবামূলক তত্পরতায় অংশ নিয়ে থাকেন। তিনি বিশ্বের অনেক দরিদ্র দেশ বা অঞ্চলে গিয়েছেন এবং বিভিন্ন দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি নানা সময় বিশ্বের বিভিন্ন দেশের দরিদ্র শিশুদের জন্য অর্থসাহায্য দিয়েছেন। তিনি মনে করেন, একজন বিখ্যাত মানুষ হিসেবে তিনি যদি তার অনুরাগীদের মধ্যে ভাল প্রভাব ফেলতে পারেন তাহলেই তার জীবন সফল।

এখন যে গান আপনারা শুনছেন তার নাম 'প্রথম দিন'। এ হল সুন ইয়ান চি ও তার বন্ধুদের যৌথ রচনা। গানটি আমাদের নিয়ে যাবে গ্রীষ্মকালের সমুদ্রতীরে।

২০০৬ সাল পর্যন্ত সুন ইয়ান চির ১০টি ব্যক্তিগত অ্যালবাম রেরিয়েছে এবং ১ কোটি ৮৩ লাখ কপি বিক্রি হয়েছে।

২০১১ সাল সুন ইয়ান চির জন্য বিশেষ একটি বছর, কারণ ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে সুন ইয়ান চির নতুন অ্যালবাম প্রকাশিত হয় এবং নভেম্বর মাসে ৫ বছর প্রেম করার পর তিনি তার ছেলেবন্ধুর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন।

এখন আপনাদের শোনাবো সুন ইয়ান চির 'মুহূর্ত' শীর্ষক একটি গান। আশা করি আপনারা গানটি পছন্দ করবেন।

বিয়ের পর সুন ইয়ান চি সাময়িকভাবে সংগীতের জগত থেকে বিদায় নেন। ২০১২ সালে সুন ইউয়ান চি মা হন এবং তার জীবন নতুন এক পর্যায়ে প্রবেশ করে।

স্ত্রী ও মা হিসেবে সুন ইয়ান চির জীবন অনেক পাল্টেছে। তবে তিনি জানেন তার অনুরাগীরা তার জন্য অপেক্ষা করছে এবং তিনিও গান গাইতে অনেক পছন্দ করেন। ২০১৪ সালে সুন ইয়ান চি তার নতুন অ্যালবাম নিয়ে আমাদের কাছে ফিরে আসেন।

২০১৪ সালে ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত এ অ্যালবাম তার দ্বাদশ ব্যাক্তিগত অ্যালবাম এবং অ্যালবামটির নাম 'Kepler'। এখন উপভোগ করব এ অ্যালবামের প্রধান গান 'Kepler'

অ্যালবামে আমার প্রিয় একটি গান আছে। গানের নাম 'ফেরেশতার আঙ্গুলের ছাপ'। গানে বলা হয়েছে যে, ভালবাসায় যে দুঃখ বা ব্যথা আমরা পাই, তা আসলে ফেরেশতার আঙ্গুলের ছাপ। ভুল ভালবাসার মাধ্যমে আমরা সত্যিকারের ভালবাসা অর্জন করতে পারি। এখন শুনুন গানটি

আমি বিশ্বাস করি ভবিষ্যতে সুন ইয়ান চি আমাদেরকে আরও বেশি সুন্দর ও চিরস্মরণীয় গান উপহার দেবেন। আজকের শেষ গান হিসেবে আপনাদের উপহার দেব সুন ইয়ান চির গাওয়া 'বিশ্বাস' শীর্ষক একটি গান। আশা করি আপনারা গানটি পছন্দ করবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040