Web bengali.cri.cn   
আবারো বিশ্বসেরার খেতাব পেল চীনের সুপার কম্পিউটার 'থিয়েন হো-২'
  2015-01-12 19:26:06  cri


আবারো বিশ্বসেরা সুপার কম্পিউটারের খেতাব পেয়েছে চীনের 'থিয়েন হো-২'। এ নিয়ে চতুর্থবারের মতো এ স্বীকৃতি পেল এটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা ৫০০ সুপার কম্পিউটারের তালিকা। স্বাভাবিকভাবেই তালিকার শীর্ষস্থানটি 'থিয়েন হো-২'-এর দখলে আছে।

সুপার কম্পিউটার বৈজ্ঞানিক গবেষণার কাজে সাহায্য করে। সুপার কম্পিউটার সৃষ্টিতে চীনের সাফল্য তাই বিশেষ তাত্পর্য বহন করে। এতে চীনের সৃষ্টিশীলতার অগ্রসরমান প্রবণতা প্রমাণিত হয়।

থিয়েন হো-২ সুপার কম্পিউটার

চীনের জাতীয় সুপার কম্পিউটার থিয়েন চিন কেন্দ্রের নির্মাণকাজ ২০০৯ সালে শুরু হয়। ২০১০ সালে 'থিয়েন হো-১' তৈরির কাজ সম্পন্ন হয়। এ কেন্দ্রের ৭০০ বর্গমিটার আয়তনবিশিষ্ট একটি বড় হলরুমে সুপার কম্পিউটার 'থিয়েন হো-১'-এর অবস্থান। হালকা শব্দ করে এখানে অসম্ভব দ্রুতগতিতে নানান গণনার কাজ করছে কম্পিউটারটি।

সুপার কম্পিউটারের কার্যকারিতা নির্ভর করে মূলত এর দ্রুত ও নিখুঁত গণনার সামর্থ্যের ওপর। চীনের জাতীয় সুপার কম্পিউটার থিয়েন চিন কেন্দ্রের প্রয়োগ গবেষণা বিভাগের প্রধান মাং সিয়াং ফেই জানান, থিয়েন হো-১-কে সাফল্যের সাথেপেট্রোলিয়াম, মহাকাশযান, পারমাণবিক শক্তি গবেষণা, জৈব ওষুধ, জলবায়ু ও নতুন উপকরণসহ অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণাকাজে ব্যবহার করা হচ্ছে। এ পর্যন্ত থিয়েন হো-১ ৬ শতাধিক প্রতিষ্ঠানকে সেবা দিয়েছে।

মি: মাং সিয়াং ফেই বলেন, "গত কয়েক বছরে আমাদের থিয়েন হো দল আর চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন যৌথভাবে উচ্চক্ষমতাসম্পন্ন পেট্রোলিয়াম সফ্টওয়্যার উদ্ভাবন করেছে। এর সাহায্যে আমরা কয়েক হাজার বর্গকিলোমিটার অঞ্চলে পেট্রোলিয়াম অনুসন্ধান করতে পারি। আরেকটি প্রকল্প হচ্ছে নতুন ওষুধ গবেষণা। চীনের বিজ্ঞান একাডেমির শাংহাই ওষুধ গবেষণালয় থিয়েন হো প্লাটফর্মেকম্পিউটারের ভার্চুয়াল স্ক্রিনিংয়ের (virtual screening) মাধ্যমে বাছাই করা রাসায়নিক মিশ্র পদার্থ (chemical compound) নিয়ে গবেষণা করে মৃগী রোগের চিকিত্সার জন্য নতুন ওষুধ আবিষ্কার করেছে।"

এখানে উল্লেখ করা যেতে পারে, সুপার কম্পিউটার থিয়েন চিন কেন্দ্র এবং চীনের আবহাওয়া ব্যুরোর যৌথ উদ্যোগে আবহাওয়ার পূর্বসতর্কতা ব্যবস্থা নিয়েও সফল গবেষণা হয়েছে। 'থিয়েন হো-১' কাজে লাগিয়ে ঘন কুয়াশার পূর্বসতর্কতা প্রচার করা যায়। মাং সিয়াং ফেই জানান, এ ব্যবস্থা প্রথমে পেইচিং, থিয়েন চিন ও হোং পেইয়ে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে এবং পরে সারা দেশে ব্যবহার করা হবে। তিনি বলেন, "থিয়েন হো পূর্বসর্তকতা ব্যবস্থা দিয়ে ১২০ ঘন্টা আগে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া যায়। জাতীয় আবহাওয়া ব্যুরোর পূর্বাভাসের নির্ভুলতা (accuracy) হচ্ছে ৫০ কিলোমিটার। আর আমাদের ব্যবস্থা দিয়ে নির্ভুলতার সীমা১০ কিলোমিটার, এমনকি ৩ কিলোমিটারের মধ্যেও সীমিত রাখা যায়।"

উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার কেবল একটি দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মানের প্রতিনিধিত্ব করে না, বরং এটি দেশের উদ্ভাবনও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিদ্বন্দ্বিতার শক্তি গড়ে তোলার জন্যও গুরুত্বপূর্ণ। তবে চীনের সুপার কম্পিউটার গবেষণার পথ মসৃণ ছিল না। সুপার কম্পিউটার থিয়েন চিন কেন্দ্রের মহাপরিচালক লিউ কুয়াং মিং এ প্রসঙ্গে বলেন, "আমাদের মূল সমস্যা ছিল আমরা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করতে পারি না। কারণ, মার্কিন পণ্যের দাম বেশি এবং শর্তও অগ্রহণযোগ্য। তাদের শর্ত হলো, তাদের তৈরি যন্ত্র তারাই পরিচালনা করবে। গবেষণার জন্য আমাদেরকে বিভিন্ন তথ্য-উপাত্ত দিতে হবে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারাই আমাদের ফলাফল জানাবে। কিন্তু এমন শর্ত আমরা মেনে নিতে পারি না।"

নানা কঠিন অবস্থা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে থিয়েন হো কেন্দ্রের কর্মকর্তারা সাহসের সাথে কাজ করে গেছেন, পরিশ্রম করেছেন। ১৯৮৩ সালে চীন 'ইন হো' নামের প্রথম উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার উত্পাদন করে। এর মাধ্যমেই চীন প্রবেশ করে সুপার কম্পিউটারের যুগে। এখন তো চীন সুপার কম্পিউটার তৈরিতে বিশ্বের প্রথম সারির দেশ।

নতুন শতাব্দীতে 'থিয়েন হো-১' বিশ্বের সেরা সুপার কম্পিউটারের স্বীকৃতি পায়। এর আড়াই বছর পর ২০১৩ সালে 'থিয়েন হো-২' বিশ্বের সেরা সুপার কম্পিউটারের খেতাব অর্জন করে। আগে যেখানে চীনের সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে ৪.৭ petaflop তথ্য বিশ্লেষণ করতে পারতো, সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রতি সেকেন্ডে ৫.৪৯ Exascaleপর্যন্ত। অর্থাত চীনের সুপার কম্পিউটারের গণনা ক্ষমতা petaflop পর্যায় থেকে Exascale পর্যায়ে পৌঁছেছে।

বিশ্বে সুপার কম্পিউটার খাতে প্রতিদ্বন্দ্বিতা থামবে না। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার উচ্চাভিলাসী পরিকল্পনা প্রকাশ করেছে। ভবিষ্যতে দেশটি ৩২.৫০ কোটি মার্কিন ডলার ব্যয় করে দুটি সুপার কম্পিউটার উত্পাদন করবে। এসব কম্পিউটারের গতি হবে 'থিয়েন হো-২'-এর গতির তিন থেকে পাঁচ গুণ। এ প্রসঙ্গে লিউ কুয়াং মিং বলেন, থিয়েন হো দল আরো উন্নতমানের সুপার কম্পিউটার নির্মাণের প্রচেষ্টা অব্যাহত রাখবে। (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040