0119minge
|
সঙ্গীত ১
আচ্ছা, প্রিয় বন্ধু, গানটি আপনার কেমন লাগলো? আশা করি, ভাল লেগেছে। এখন আরেকটি সুন্দর গান শোনাবো শ্রোতাদের। গানের নাম হলো 'নি তে রৌ ছিং ওয়ে ইয়ুং ইউয়ান বু তুং' অর্থাত্ 'তোমার ভালোবাসা আমি কোনোদিন বুঝতে পারিনি'। এটি একটি প্রেমের গান। চীনের প্রয়াত গায়িকা ছেন লিন এ গানটি গেয়েছেন। ছেন লিন চীনের সি ছুয়ান প্রদেশের ছুং ছিংয়ের অধিবাসী। আচ্ছা,শুনুন তাহলে গানটি।
সঙ্গীত ২
আচ্ছা, এখন আমি আমার পছন্দের একটি গান শোনাবো। আশা করি, সবার ভালো লাগবে। গানের নাম 'থুং চুও তে নি'। অর্থাত 'এক টেবিলে আমরা দু'জন'। চীনের বিখ্যাত গায়ক লাও লাং এই গানটি গেয়েছেন। আসলে লাও লাং হচ্ছে তাঁর শিল্পী নাম। তাঁর আসল নাম হচ্ছে ওয়াং ইয়াং । ১৯৬৮ সালে ওয়াং ইয়াং জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি গান গাইতে পছন্দ করতেন। আচ্ছা, আর বেশি কথা বলবো না। শুনুন তাহলে গানটি।
সঙ্গীত ৩
প্রিয় শ্রোতা, শুনচ্ছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি ওয়াং হাইমান উর্মি। চীনের গান কেমন লাগছে জানিয়ে আমাকে চিঠি লিখতে ভুলবেন না। আমাদের বাংলা বিভাগের ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn আপনি সরাসরি আমার নিজস্ব ই-মেইল ঠিকানাতেও চিঠি লিখতে পারেন। আমার ই-মেইল ঠিকানো হলো wanghaiman@cri.com.cn আমার বিশ্বাস, চীনা ভাষা বুঝতে না-পারলেও, আপনারা গানের সুর পছন্দ করছেন। আচ্ছা, এখন শুনুন আরেকটি সুন্দর গান। গানের নাম 'ইন সিং তে ছি পাং'। অর্থাত 'আমার গুপ্ত পাখা'। চীনের তাইওয়ানের বিখ্যাত ও সুন্দরী গায়িকা চাং শোও হান এ গানটি গেয়েছেন। শুনুন তাহলে গানটি।
সঙ্গীত ৪
আচ্ছা, প্রিয় শ্রোতা, গানটি আপনার কেমন লাগলো? আশা করি, ভাল লেগেছে। এখন আমরা শুনবো চীনের বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে গাওয়া একটি সুন্দর গান। গানের নাম 'ই শেং ইয়ৌ নি'। অর্থাত 'আমার জীবনে তুমি আছ'। চীনের বিখ্যাত গায়ক শুই মু নিয়ান হুয়া এ গানটি গেয়েছেন। শুনুন তাহলে গানটি।
সঙ্গীত ৫
এখন আমি আপনাদেরকে শোনাবো আরেকটি সুন্দর আধুনিক প্রেমের গান। গানের নাম 'থা লাং' অর্থাত 'ঢেউ'। চীনের তাইওয়ানের বিখ্যাত গায়িকা সু হুয়াই ইয়ু এ গানটি গেয়েছেন। শুনুন তাহলে গানটি।
সঙ্গীত ৬
প্রিয় শ্রোতা, শুনছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি ওয়াং হাইমান উর্মি। এখন আমরা আরেকটি প্রেমের গান শুনবো। গানের নাম 'ছিয়ান নিয়ান তেং ই হুই'। অর্থাত 'হাজার বছর শুধু তোমার অপেক্ষায়'। চীনের তাইওয়ানের বিখ্যাত গায়িকা কাও শেং মেই গানটি গেয়েছেন। শুনুন তাহলে গানটি।
সঙ্গীত ৭
(ঊর্মি/আলিম)