Web bengali.cri.cn   
Disney's 'Frozen' Ice Sculpture Festival
  2015-01-13 14:49:02  cri

বেলজিয়ামের শীতকালে খুবই শীতল ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে। সচরাচর বৃষ্টি হয়, মাঝে মাঝে অল্প তুষারপাতও হয়। বরফ আরো বিরল। অনেক বেলজিয়ামের লোকেরা সারা জীবনে বরফ দেখার সুযোগ পায়নি। কিন্তু চলতি বছরে 'Disney's 'Frozen' Ice Sculpture Festival' বেলজিয়ামে এসে বিশ্বের বিভিন্ন দেশের ৩০জনও বেশি শিল্পী তাদের চমত্কার ভাস্কর্য (Sculpture) তৈরির মাধ্যমে ৫০০টনের বরফকে সুন্দর বরফ শিল্পে পরিণত করেন।

'Disney's 'Frozen' Ice Sculpture Festival'র স্থানে গেলে আপনার প্রচণ্ড শীত অনুভূত হবে। বেলজিয়ামে শীতকাল হলেও Disney's 'Frozen' Ice Sculptureর জন্য অনুষ্ঠানস্থলে সবসময় মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখা হয়।

এবার বরফ অনুষ্ঠানের ডিজনির অনেক বিখ্যাত চরিত্র হাজির হয়েছে। যেমন snow white, The seven dwarfs, beauty and the beast and cinderalla, তাছাড়া অবশ্যই mickey mouse, Donald Duckসহ বিশ্ববিখ্যাত কার্টুন চরিত্রগুলো তো রইছেই। সেজন্য শিশু এমনকি অনেক বয়স্করাও তাদের দেখে আনন্দিত হয়।

বরফ অনুষ্ঠানে সর্বোচ্চ একটি Ice Sculpture-এর উচ্চতা ৬মিটার। প্রতিটি Ice Sculpture এতোটাই ঝকঝকে, যেনো জীবন্ত মনে হয়। পর্যটকরা কার্টুন জগতে এসে ভীষণ অভিভূত হয়ে পড়েন। Ice Sculpture ছাড়া শিশুদের প্রিয় আইস স্লাইডও এখানে রয়েছে। সেখানে সবসময় একটি লম্বা লাইনে দাঁড়ায় শিশুরা।

বেলজিয়ামে এবার 'Disney's 'Frozen' Ice Sculpture Festival' প্রায় এক মাস থাকবে। আগের অনুষ্ঠানের চেয়ে এবার ভিন্ন একটি দিক হচ্ছে চলতি বরফ অনুষ্ঠানের দু'টি সাইট আছে। একটি দেশটির বৃহত্তম বন্দর শহর Antwerp-এ, অন্যটি Liège-এ নির্মিত হয়। 'Disney's 'Frozen' Ice Sculpture Festival'র দায়িত্বশীল ব্যক্তি আলেক্সান্ডার দাম (Alexander Dman) বলেন, যেনো আরো বেশি মানুষ 'Disney's 'Frozen' Ice Sculpture Festival'-এ অংশ নেয় সেজন্য দু'টি সাইট নির্মাণ করা হয়েছে।

"আসলে গত বছরে Oostende-এ sand sculpture বা বালুর ভাস্কর্য তৈরির সময় এ দু'টি সাইট নির্মাণ এ আইডিয়ার কথা চিন্তা করা হয়। আমরা আরো বেশি সুন্দর বরফের ভাস্কর্য দেখানোর জন্য এ দু'টি সাইট নির্মাণ করেছি।"

এবার বরফ অনুষ্ঠানে বিশ্বের ১২টি দেশের ৩০জনও বেশি শিল্পীর ভাস্কর্য স্থান পেয়েছে। তারা একটানা ৩ সপ্তাহে ১৫০টি Sculpture বা ভাস্কর্য তৈরি করেছেন।

শিল্পীদের কথা:

"Ice-Sculping খুবই কঠিন একটি কাজ। প্রতিদিন মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশে কাজ করতে হয়।"

"Ice-Sculping আসলে বিপজ্জনক একটি কাজ। তবে কাজ থেকে আমারা অনেক মজা পেয়েছি।"

এ কষ্টকর কাজ করার পর Ice-Sculping শিল্পীরা পরস্পরের ভাল বন্ধু-এ পরিণত হয়।

আলেক্সান্ডার ডাম (Alexander Dman) বলেন,

"বরফের ভাস্কর্য তৈরিত আমার ১৩ বছরের অভিজ্ঞতা আছে। সব সহকর্মী আমার আত্মীয়স্বজনের মত। আমরা একটি বড় পরিবার! আমরা একসঙ্গে কাজ করি, একসঙ্গে আইডিয়া শেয়ার করি। খুবই মজা।"

'Disney's 'Frozen' Ice Sculpture Festival' হাজার হাজার পর্যটককে আকর্ষণ করেছে। বেলজিয়ামে বসবাসকারী এক চীনা নাগরিক মিস ওয়াং। তার দুই শিশুসহ এখানে এসেছে। তিনি মনে করেন যে, এ বরফ পরিদর্শন শিশু বা বয়স্কদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি ইভেন্ট। তিনি বলেন,

"ভাল। আমার শিশু খুবই খুশি। বেলজিয়ামে অনেক বছর থাক। কিন্তু প্রথমবারের মত বরফ ভাস্কর্য দেখছি। আগে তাদেরকে বরফ সম্পর্কে গল্প শুনিয়েছি। কিন্তু বরফ তাদের জন্যও খুবই আনন্দের। এখানে তারা বরফ দেখতে পারে, স্পর্শ করতে পারে। এমনকি আইস স্লাইডে আনন্দের সঙ্গে খেলতে পারে। কি মজা!"

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040