Web bengali.cri.cn   
চীনের বিজ্ঞান কল্পকাহিনী
  2015-01-06 10:52:39  cri

চীনের বিজ্ঞান কল্পকাহিনী বা science fiction-এর ইতিহাস, বর্তমান ও ভবিষ্যত্ নিয়ে আজ আমি কথা বলবো।

গত শতাব্দীর প্রথমে চীনের বিখ্যাত পণ্ডিত লিয়াং ছি ছাও ও লু স্যুন আলাদাভাবে ফ্রান্সের সায়েন্স ফিকশনের (science fiction) লেখক জুল ভার্নের (Jules Gabriel Verne) বই চীনা ভাষায় অনুবাদ করেন। চীনের সায়েন্স ফিকশন লেখক ইয়ে ইং লিয়ের কথা অনুসারে, চীনের প্রথম দিকের মৌলিক বিজ্ঞান কল্পকাহিনী হলো ১৯০৪ সালে ছিং রাজবংশের লেখক স্যু নিয়েন ছির 'হুয়াং চিয়াং দিয়াও সৌ' নামে প্রকাশিত 'ইয়ুই ছিও জি মিন দি সিয়াও সুও।' চীনের সামাজিক ও সাংস্কৃতিক ধারা এবং অন্য কারণে চীনের সায়েন্স ফিকশনের প্রধান উদ্দেশ্য হলো প্রযুক্তি বিষয়ক তথ্য ছড়িয়ে দেয়া। সেজন্য সায়েন্স ফিকশনের উন্নয়নে সীমাবদ্ধ থেকেছে। বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক ওয়াং চিন খাং বলেছেন, চীনের সায়েন্স ফিকশন গত শতাব্দীর ৫০ ও ৮০ দশকে দু'টি পর্যায়ে পৌঁছেছে।

রে ১

"লেখক ইয়ে ইয়ং লিয়ে'র দশকে চীনের সায়েন্স ফিকশনের সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে। 'সিয়াও লিন থং ম্যান ইও উয়েই লাই' সহ বিভিন্ন বইয়ের প্রচার সংখ্যা কয়েক লাখেও বেশি।"

ওয়াং চিন খাং চীনের হে নান প্রদেশের নান ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি এখন চীনের লেখক কমিটির একজন সদস্য। তার প্রথমটি বই 'ইয়া তাং হুই কুই' সারা দেশের সেরা সায়েন্স ফিকশন বইয়ের পুরস্কার পেয়েছে। তারপর তাঁর অনেক ভালো উপন্যাস বের হয়ে এবং চীনের সর্বোচ্চ সায়েন্স ফিকশন পুরস্কার 'ইন হে' পান তিনি। তার বইগুলোতে দর্শনশাস্ত্র সম্পর্কে তার ধারণা ও চিন্তা এবং মনুষ্যত্ব ও প্রযুক্তির সম্পর্ক তুলে ধরেন তিনি। বইতে তিনি লিখেছেন, নীতিবিজ্ঞান ও নৈতিকতা পরিবর্তন হয় না, তা নয়। কিন্তু সমাজ, উত্পাদন শক্তি ও সাংস্কৃতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে তা পরিবর্তিত হয়। বিশেষ করে প্রযুক্তি নীতিবিজ্ঞান ও নৈতিকতার ওপর অনেক প্রভাব বিস্তার করে। জটিল ও কঠিন হলেও এ পরিবর্তন ও অগ্রগতি এড়ানো যায় না। তিনিও ভিন্ন গ্রহে মানুষের অস্তিত্ব বিশ্বাস করেন। ভিন্ন গ্রহের সংশ্লিষ্ট টপিক সায়েন্স ফিকশন মহলে খুবই জনপ্রিয়।

চীনের সায়েন্স ফিকশন লেখক লিউ ছি সিন লেখার সায়েন্স ফিকশনের মহাকাব্য 'The Three-Body Problem' এত জনপ্রিয় যে সম্প্রতি তার ইংরেজি অনুবাদ যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়। বইটি নিয়ে লেখক লিউ ছি সিন বলে,

যখন আমি এক শিশু ছিলাম, আমি সায়েন্স ফিকশন সম্পর্কে খুবই আগ্রহী হয়ে উঠি। কিন্তু তখন বেশি বই না পড়ার কারণে এক শিশু হিসেবে আমার কল্পনা শক্তি ছিলো সীমিত। আমি শুধু মনে করতাম যে সাহিত্য জগতে কল্পনা এতোটাই রহস্যময় যে, তা আমাদের সাধারণ জীবনে বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা তৈরি করে।

চীনের ফুতান (Fudan) বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ম্যাকাজিং 'সিন ফা সিয়েনে'র প্রধান সম্পাদক ইয়েন ফেং মনে করেন যে, লিউ ছি সিন চীনের সায়েন্স ফিকশনকে বিশ্ব মর্যাদায় উন্নীত করেছেন। ২০১৪ সালে লিউ ছি সিন'র বই এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হবার পর চীনের সায়েন্স ফিকশন একটি জনপ্রিয় পর্যায়ে দাঁড়িয়েছে। আশা করি যে, বর্তমানের এ ধারা অব্যাহতভাবে এগিয়ে বিশ্ব বিজ্ঞান কল্পকাহিনীর যুগে প্রবেশ করবে এবং আরো উন্নত হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040