Web bengali.cri.cn   
মুক্তার কথা-০১ নভেম্বর
  2015-01-03 19:19:27  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আজকের প্রথম ইমেইল লিখেছেন, বাংলাদেশের নওগাঁ জেলার 'সোর্স অফ নলেজ' ক্লাবের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম। তিনি লিখেছেন, শ্রদ্ধেয় মুক্তা আপু এবং বাংলা বিভাগের সকল কলাকুশলী, আমার সালাম, প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন গ্রহণ করুন। আমি আপনাদের অতি পরিচিত, পুরনো এবং বাংলাদেশের উত্তর অংশের একজন একনিষ্ঠ, সচেতন বাংলা বিভাগের শ্রোতা। সিআরআই বাংলা বিভাগ আজ আমার পুরো পরিবারের গণ্ডি পেরিয়ে আমার সকল আত্মীয়, অধিকাংশ প্রতিবেশী, বেশির ভাগ বন্ধু, শ্রোতা ক্লাবের সকল সদস্য, আমার স্কুলের সকল শিক্ষক, সকল ছাত্রছাত্রীর কাছে এক বেশ জনপ্রিয়, তা ভাষার মাধ্যমে ব্যক্ত করা সত্যিই আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ আমার সম্বোধন হয়ে দাঁড়িয়েছে, আমি 'সিআরআই বাংলা ম্যান'। সেই ১৯৮৬সাল থেকে অনেকটা সময় চোখের পলকে গড়িয়ে গেছে। সিআরআই বাংলা বিভাগের অনেক কালজয়ী ঘটনার সাক্ষী হয়ে আজো আমি তপ্ত বেগে ছুটে চলেছি। সিআরআই বাংলা বিভাগের অনেক পরিবর্তন আমার চোখের সামনে ঘটে গেল, যাচ্ছে। বাংলা বিভাগের পথ চলা আজ রেডিও, ওয়েবসাইট, বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে সমানতরভাবে। সিআরআই বাংলা বিভাগ তার সাফল্যকীর্তি যেভাবে উপস্থাপন করে চলেছে, তা আমরা প্রকৃত শ্রোতারা কখনো ভুলতে পারব না। আজ শেষ করি। আবার লিখব আগামীতে। সবার শুভ কামনায় বিদায় চেয়ে নিচ্ছি। ভাল জবাব প্রত্যাশী।

বন্ধু খোন্দকার রফিকুল ইসলাম, প্রথমেই ইমেইল পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিআরআই তথা আমাদের প্রতি আপনার ভালবাসা আমাকে মুগ্ধ করেছে। আশা করি, আপনিসহ আপনার ক্লাবের সকল সদস্য নিয়মিত আমাদেরকে মতামত জানাবেন।

বাংলাদেশের পাবনা জেলার 'পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের' প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডা এস এম এ হান্নান আমাদেরকে অডিওতে নিজের কণ্ঠে একটি ছড়া পাঠিয়েছেন। তাহলে এখন আমরা একসাথে তাঁর ছড়া শুনবো, কেমন?

….

আচ্ছা, বন্ধু এস এম এ হান্নান, আমাদেরকে অডিও ইমেইল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যদি শ্রোতাবন্ধুরা নিজের কণ্ঠ আমাদের অনুষ্ঠানে শুনতে চান, তাহলে আমাদেরকে আপনাদের রেকর্ডিং পাঠাতে পারেন। ধন্যবাদ।

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার 'সিআরআই ফ্রেন্ডস ক্লাবের' কানন রানী টিকাদার চিঠিতে লিখেছেন, 'মুক্তার কথা' আসরে শ্রোতাদের চীন সম্পর্কিত প্রশ্নের উত্তর আমার শুনতে খুব ভালো লাগে, কেননা আমিও চীন সম্পর্কে জানতে খুব আগ্রহী। তাই শ্রোতাদের চীন সম্পর্কিত প্রশ্ন ও তার উত্তর থেকে আমিও আমার জানার বিষয়গুলি জানতে পারি। তবে আমারও অনেক সময় প্রশ্ন করার ইচ্ছা হয়, এই যেমন আজকে একটি প্রশ্ন রাখলাম- চীনের লোকজন কি কি ধর্মীয় উত্সব পালন করেন? চীনের কোথাও কি দুর্গা পূজা হয়?

আচ্ছা, কানন রানী টিকাদার,ইমেইল লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি এখন আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, চীনে হুই জাতি, উইগুর জাতি, কাজাখ জাতি, উজবেক জাতি, তাজিখ জাতি, তাতার জাতি, কিরগিজ জাতি, সালা জাতি, তুংসিয়াং জাতি, পাওআন জাতি প্রভৃতি ইসলাম ধর্মাবলম্বী জাতি কোরবানী ঈদ উত্সব পালন করে। চীনে কোরবানী উত্সব হল বাংলাদেশের ঈদ-উল-আজহা। এসব সংখ্যালঘু মুসলিম জাতি ঈদ-উল-ফিতরও পালন করে। তিব্বতের নববর্ষ তিব্বতী জাতির সবচেয়ে আড়ম্বরপূর্ণ ও জাঁকজমকপূর্ণ জাতীয় উত্সব। নাদামো ক্রীড়া প্রতিযোগিতা আন্তঃমঙ্গোলিয়া, কান সু, ছিং হাই আর সিংচিয়াংয়ের মঙ্গোলীয় জাতির লোকদের বার্ষিক ঐতিহ্যবাহী উত্সব। প্রতি বছরের জুলাই বা আগস্ট মাসে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গোলীয় ভাষায় 'নাদামো'শব্দের অর্থ আমোদ প্রমোদ বা খেলাধুলা।

আচ্ছা, আপনাকে প্রশ্ন করার জন্য আরেক বার ধন্যবাদ জানাই। আশা করি, আরো বেশি শ্রোতা আমাদেরকে প্রশ্ন করবেন।

গান

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের সম্পাদক দেবাশীষ গোপ ইমেইলে লিখেছেন, ...

আচ্ছা, বন্ধু দেবাশীষ গোপ, আমাদেরকে নিয়মিত ইমেইল লেখার জন্য আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। চীনা ভাষায় চীনা অক্ষরের সংখ্যা ঠিক বলা কঠিন। কিন্তু নথিভুক্ত হয়েছে প্রায় ১লাখ। তবে সাধারণত ব্যবহৃত প্রায় ৩হাজার। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসেনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান ইমেইলে লিখেছেন, প্রথমেই তুলনাবিহীন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা করি। জ্ঞান বৃদ্ধিতে সহায়ক এই বেতারের প্রতিটি পরিবেশনা, আমি এবং আমাদের শ্রোতা সংঘের সকলেই মনোযোগ সহকারে নিয়মিত শুনে থাকি। প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত চিত্তাকর্ষক ও উন্নতমানের। আমাদের মনের অনুষ্ঠান, আমাদের প্রাণের অনুষ্ঠান। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের কাছে গর্ব ও আনন্দের সংমিশ্রণ। সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও তরতাজা বিশ্ব সংবাদ এবং চীন, দক্ষিণ এশিয়া ও চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আর আকর্ষণীয় সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান - এক কথায় অনবদ্য। আমরা দারুণভাবে উপভোগ করি প্রতিটি পরিবেশনা। সেইসাথে আছে চীন আন্তর্জাতিক বেতারের দারুণ জমজমাট ছবিসহ তথ্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ ওয়েবপেজ। আছে মতামত, প্রস্তাব ও সমালোচনার সুযোগ। সব মিলিয়ে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সকলের অত্যন্ত প্রিয়। আপনাদের দুই বেলার মনোগ্রাহী অনুষ্ঠান আর ওয়েবপেজ আমাদের হৃদয় ও মনে নিয়ে আসে নতুন আমেজ। আমরা সবসময়ই চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব। সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান ও ওয়েবপেজ উপহার দেবার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও অভিবাদন। অনেক অনেক ভাল থাকবেন, সুন্দর ও সুস্থ থাকবেন। চাই চিয়েন।

বন্ধু হাফিজুর রহমান, আপনার ইমেইল আমাকে অনেক মুগ্ধ করেছে। নিয়মিত আমাদেরকে মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একজন নতুন শ্রোতাবন্ধুর সাথে পরিচয় করিয়ে দেবো। বাংলাদেশের রাজশাহী জেলার আরিফ হোসাইন তাঁর ইমেইলে লিখেছেন, প্রিয় রেডিও চীন, শুভেচ্ছা নেবেন। আমি রেডিও চীনের নতুন শ্রোতা। আমাকে শ্রোতা হিসাবে গ্রহণ করবেন। আমি নিয়মিত রেডিও চীন শুনি। আপনাদের সব অনুষ্ঠান আমার ভীষণ ভাল লাগে। বিশেষ করে "মুক্তার কথা" আমার প্রিয় অনুষ্ঠান।

বন্ধু আরিফ হোসাইন, আপনাকে আমাদের শ্রোতা পরিবারে অংশ নেয়ায় স্বাগত জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদেরকে লিখবেন। ধন্যবাদ।

বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ সোহাগ বেপারী ইমেইলে লিখেছেন, মুক্তা আপু ও আলিম ভাইয়া, ডাকাতিয়া নদীর তীরে ফুটে থাকা সাদা কাশ ফুলের শুভেচ্ছা নিবেন। গত ০৬/০৯/২০১৪ তারিখে 'মুক্তার কথা' অনুষ্ঠানে চীনের অর্থনীতি বিষয় নিয়ে প্রতিবেদনটি শুনে আমার খুব ভাল লেগেছে। প্রতিবেদনটি শুনে জানলাম চীনের অর্থনৈতিক লেনদেন সম্পর্কে অনেক কিছু। আরও ভাল লেগেছে ভুপেন হাজারিকার কণ্ঠে 'মানুষ মানুষের জন্য' গানটি। গানটি আমার হৃদয় ছুঁয়ে গেছে।

বন্ধু মোঃ সোহাগ বেপারী, আপনাকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার অনুরোধের গান আমি পাই নি। কিন্তু শ্রোতাদের অনুরোধ আমরা পূরণ করার চেষ্টা করবো সবসময়। আশা করি, আরো বেশি শ্রোতা গানের জন্য অনুরোধ জানাবেন। ধন্যবাদ।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040