Web bengali.cri.cn   
নববর্ষ উপলক্ষ্যে সিআরআই মহাপরিচালকের শুভেচ্ছাবাণী
  2015-01-01 16:32:09  cri

নতুন বছরের ঘন্টা বেজেছে। ২০১৫ সাল শুরুর প্রাক্কালে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর মহাপরিচালক ওয়াং গেন নিয়ান প্রতিষ্ঠানের সকল কর্মীর পক্ষ থেকে বেতার ও ওয়েবসাইটের মাধ্যমে বিদেশি বন্ধুদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে জনাব ওয়াং গেন নিয়ান বলেন, মানবজাতি বিনিময়ের ফলে উন্নত হয় এবং বিনিময়ের ফলে সংস্কৃতি হয় পরিশীলিত। নতুন বছরে সিআরআই আরো বেশি করে চীনের দৃষ্টিভঙ্গি বিশ্বকে জানাবে, চীনের চমত্কার গল্প বলবে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের ঘটনা চীনা জনগণকে জানাবে, চীনা জনগণের সামনে আরো ভালোভাবে বিশ্বকে তুলে ধরবে। বন্ধুরা, এবার শুনুন সিআরআই মহাপরিচালক ওয়াং গেন নিয়ানের ২০১৫ সালের নববর্ষের শুভেচ্ছাবাণী।

"প্রিয় শ্রোতা, দর্শক ও ইন্টারনেট ব্যবহারকারী বন্ধুরা,

২০১৫ সাল আসছে। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর এই ক্ষণে আমি চীন আন্তর্জাতিক বেতার এবং আমার নিজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সকল বন্ধুর সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করছি।

২০১৪ সালে নয়া চীন প্রতিষ্ঠার ৬৫ বছর পূর্তি হয়েছে। চীনা জনগণ জাতীয় পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়নের পথে ইতোমধ্যেই মজবুত পদক্ষেপ নিয়েছে। বিদায়ী বছর ছিল চীনে সার্বিক সংস্কার কার্যক্রম জোরদার করার প্রচেষ্টার প্রথম বছর। এ বছরই চীন আন্তর্জাতিক বেতারকে নতুন ধরণের আধুনিক ও সার্বিক আন্তর্জাতিক মিডিয়া গ্রুপ হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়।

২০১৪ সালে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বন্ধুরা বরাবরের মতোই চীনের ওপর দৃষ্টি রেখেছেন এবং চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান ফলো করেছেন। অস্ট্রেলিয়ার শ্রোতা রোল্যান্ড নিও ঠিকই বলেছেন। তিনি বলেছেন, "চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমেই আমি চীনকে দেখেছি বিশ্ব মঞ্চে অর্থনৈতিক দিক দিয়ে দ্রুত বিকশিত হয়ে দিন দিন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে।"

প্রিয় বন্ধুগণ, আপনাদের মনোযোগ ও উত্সাহ হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় চালিকাশক্তি। এ সুযোগে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

বিগত এক বছর বিশ্বজুড়ে আমাদের সাংবাদিক ও তথ্যমাধ্যমের মাধ্যমে আমরা বিশ্বের প্রতিটি কোণায় নজর রাখতে পেরেছি। আমরা বিশ্ব অর্থনীতি পুনরুত্থানের খবরে আনন্দ বোধ করি; যারা পরিবেশ উন্নয়নের জন্য পরিশ্রম করেন, তাদেরকে শ্রদ্ধা করি; ইবোলা ভাইরাসে আক্রান্ত বন্ধুদের প্রতি সমবেদনা জানাই।

বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও, আজকাল আমাদের পারস্পরিক যোগাযোগ আরো ব্যাপক ও নিবিড় হয়েছে। পৃথিবী একটি মিশ্র ও পারস্পরিক নির্ভরশীল কমিউনিটিতে পরিণত হয়েছে। মানবজাতি বিনিময়ের ফলে উন্নত হয় আর বিনিময়ের ফলে সংস্কৃতি হয় পরিশীলিত।

চীন বিশ্বকে জানার চেষ্টা করে। সে আশা করে, বিশ্ববাসী তাকেও ভালোভাবে জানুক। পারস্পরিক জানাশোনা বাড়লে, সমঝোতা বাড়লেই কেবল পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার হবে; বিশ্বব্যাপী ভুল বোঝাবুঝি কমবে, সংঘর্ষ ও সহিংসতা কমে আসবে।

চীন আন্তর্জাতিক বেতারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চীনকে বিশ্বের সামনে তুলে ধরা, বিশ্ব সম্পর্কে চীনকে সঠিক ধারণা দেওয়া, এবং চীনা জনগণ ও বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যে বিদ্যমান বিনিময় ও মৈত্রীর সম্পর্ক জোরদার করা।

নতুন বছরেও আমরা চীনের দৃষ্টিভঙ্গি, চীনের মূল্যবোধ, চীনাদের পর্যবেক্ষণ পদ্ধতি ও অনুভূতি প্রচার করবো। আমরা বন্ধুদের আরো বেশি করে চীনের চমত্কার গল্প শোনাবো।

আমরা বিশ্বের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনা যেমন চীনা জনগণকে জানাবো, তেমনি চীন সম্পর্কে আপনাদের মতামতও চীনাদের সামনে সমান গুরুত্ব দিয়ে তুলে ধরবো। এতে চীনের জনগণ বিশ্ব সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে।

আমরা ইন্টারনেট উন্নয়নের যুগে বাস করছি। এখন পৃথিবীর এক প্রান্তে একটি ঘটনা ঘটলে, মুহূর্তে অন্যপ্রাপ্তে তা ছড়িয়ে পরে। পৃথিবী বিশাল হলেও, কোনো অঞ্চলই আমাদের কাছে আর সুদূরে নয়।

বর্তমানে চীন আন্তর্জাতিক বেতার থেকে ৬৫টি ভাষায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এখান থেকে বেতার, টেলিভিশন, পত্রিকা, ইন্টারনেট ও মোবাইল ইন্টারনেটসহ মাল্টি-মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত প্রচার করা হচ্ছে।

নতুন বছরে আমরা উন্নয়নের পথে চলার গতি আরো বাড়াবো। বিশেষ করে ইন্টারনেট যুগের নতুন প্রচারপদ্ধতি কাজে লাগিয়ে দর্শক-শ্রোতাবন্ধুদের সঙ্গে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংবাদ ও গল্প শেয়ার করবো। আমরা বিশ্বাস করি, নতুন প্রচারপদ্ধতির মাধ্যমে আমরা দর্শক-শ্রোতাবন্ধুদের আরো কাছে আসতে, তাদের সঙ্গে আরো দ্রুত ভাব বিনিময় করতে, এবং পারস্পরিক সমঝোতা ও মৈত্রী জোরদার করতে পারবো।

সবশেষে আবারো বিশ্বের সকল বন্ধুদের জানাই নববর্ষের শুভেচ্ছা, কামনা করি আপনাদের সুন্দর জীবন।"

সুপ্রিয় শ্রোতা, এতোক্ষণ বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে দেওয়া চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেন নিয়েনের নববর্ষের শুভেচ্ছাবাণী শুনলেন।

আমরাও আমাদের সকল শ্রোতাবন্ধুকে নববর্ষের শুভেচ্ছা জানাই। ২০১৫ সাল আপনাদের সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি—এই কামনা করি। (ইয়ু/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040