Web bengali.cri.cn   
 সু মেই চিং  ও তার গান
  2014-12-31 17:30:47  cri


আজকের অনুষ্ঠানে আমার প্রিয় একজন গায়কের সঙ্গে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিতে চাই। তার নাম সু মেই চিং।

১৯৭৪ সালে সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন সু মেই চিং এবং ১৯৯২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শিল্পী হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৪ সালে তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম প্রকাশ করেন।

প্রথমে শুনব সু মেই চিংয়ের সবচেয়ে বিখ্যাত একটি গান। গানের নাম 'শহরের কেন্দ্রস্থল চন্দ্রপ্রভা'।

১৯৯৫-১৯৯৭ সাল হল সু মেই চিংয়ের সুবর্ণ সময়, কারণ তার জনপ্রিয় গানগুলোর অধিকাংশই এ তিন বছরে বের হয়। যদিও অনেক বিখ্যাত সংগীত পরিচালক ও সুরকার তার প্রতিভা দেখে তার সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন, তবে সিঙ্গাপুরের সুরকার চেন চিয়া মিংয়ের সঙ্গে কাজ করার জন্য সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন সু মেই চিং। পরে তিনি চেন চিয়া মিংয়ের সঙ্গে কাজ করে পেশাদার শিল্পী হিসেবে সাফল্য অর্জন করেন। এখন তার যে গান আমরা শুনব তার নাম 'দুঃখিত'। এ গানের কথা ও সুর চেন চিয়া মিংয়ের।

সু মেই চিংয়ের কণ্ঠ স্নেহশীল এবং তার গানে দুঃখের অনুভব স্পষ্ট। কেউ কেউ মনে করেন সু মেই চিংয়ের সব গানই ব্যর্থ প্রেমের গান। এখন আমরা যে গানটি উপভোগ করব সে গানের কথাগুলো মোটামুটি এমন:

ধুসর ভারী রাত ঠিক নিঃসঙ্গ জগত

তোমার ভালবাসা আবছা হয়ে গেছে

তবে তোমার দুঃখ স্পষ্ট

আমরা এ রাতের শহরে ঘুরে বেড়াচ্ছি।

সিঙ্গল নারীর জন্য সু মেই চিং অনেক গান গেয়েছেন। সু মেই চিং সংবেদনশীল একজন মানুষ। প্রেমের প্রতি তার মনোভব নেতিবাচক। এখনো তিনি বিয়ে করেননি। ভালবাসার পথে তিনি এক অচল পথিক যেন। বিষন্নতার কারণে ২০০০ সালে তিনি সংগীত জগত থেকে দূরেও সরে যান। এখন আমরা শুনব সু মেই চিংয়ের দুটি গান।

প্রথম হল ক্যানটোনীজ ভাষার একটি গান। গানের নাম 'সিঙ্গল'।

হয়ত সু মেই চিংয়ের গান তার জীবনের কথাই বলে। যে গান আমরা এখন শুনব তার নাম 'বেজোড় সংখ্যা' । গানের কথা এমন: আমি চিরকালের সুখ কামনা করি না; কিন্ত মনের অজান্তে সুখের অন্বেষণ করি। অবশেষে সব সুখ দুঃখে পরিণত হয়।

অনেকে সু মেই চিংয়ের গান পছন্দ করেন, কারণ তার গান তাদের সান্ত্বনা দেয়। যে গান আমরা এখন শুনব তার নাম 'পো চাই মেই সাও' তার অর্থ 'অত্যন্ত জরুরী'। গানে বলা হয়েছে, আমাদের উচিত অতীতের দুঃখের কথা দ্রুত ভুলে যাওয়া এবং সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করা।

অনেক বছর ধরেই সু মেই চিং আমাদের দৃষ্টির আড়ালে রয়েছেন। হয়ত তিনি অন্যরকমের শান্তি ও সুখ খুঁজছেন। তার একজন অনুরাগী হিসেবে আমি তার কল্যাণ কামনা করি। এ ছাড়া আমার আর কী করার আছে? তার একটি গানে এমন একটি কথা আছে: "জীবন এত ছোট তাই চিন্তা করার সময় নেই। কাউকে ভালবাসলে শুধুই ভালবাসুন, স্বপ্ন দেখলে তা পূরণ করুন।" আমিও এ দর্শনে বিশ্বাস করি। আজকের শেষ গান এটি। আশা করছি আপনারা গানটি পছন্দ করবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040