n141220.m4a
|
সুপ্রিয় বন্ধুরা,সুখ-দু:খ,হাসি-আনন্দ,বিরহ-মিলন ছাড়াও জীবনের হাজার রকম কর্ম ব্যস্ততার মাঝে আপনারা যাতে বিভিন্ন দেশের গানের সাথে পরিচিত হয়ে উঠতে পারেন সেজন্যই আমাদের এ সঙ্গীতানুষ্ঠান।
বন্ধুরা, ভালো আছেন তো? গত সপ্তাহের 'সুরের ধারা' অনুষ্ঠানের গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো। হ্যাঁ বন্ধুরা, আমরা এ অনুষ্ঠানে আপনাদেরকে বিভিন্ন দেশের এমন কিছু গান শোনাতে চাই যা কেবল একটি কালের নয়, তা সর্বকালের, সর্বসময়ের।
বন্ধুরা, প্রেম, ভালবাসা, আবেগ এসব কিছু আছে বলেই আমরা মানুষ। মানুষে মানুষে যে মানবিক সম্পর্ক রয়েছে তা আমাদেরকে বিভিন্ন সময়ে আবেগপ্রবণ করে তোলে। সম্পর্কের বন্ধনকে বার বার কাছে টানে। মন প্রাণ খুঁজে ফেরে সেই সম্পর্কগুলোকে। হ্যাঁ বন্ধুরা,এখন আমরা ইন্দ্রাণী সেনের এরকমই একটি গান শুনবো। আর এ গানটির নাম 'কে যাস রে' ।
গান: কে যাস রে................
বন্ধুরা, এবারে আমরা ইন্দ্রাণী সেনের আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'এ দিন তো যাবে না' ।
গান: এ দিন তো যাবে না.....................
বন্ধুরা, জীবনে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এসবই মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষকে সামনে এগিয়ে যেতে প্রতিনিয়ত উত্সাহিত করে। জীবনের বহুতল বাস্তবতার বিভিন্ন প্রতিবন্ধকতাকে পরাজিত করতে সাহস যোগায় এই স্বপ্ন। স্বপ্ন দেখে বলেই মানুষ অবিরাম গতিতে এগিয়ে চলে সামনে । সেই স্বপ্ন নিয়েই এবার আমরা একটি গান শুনবো। আর এ গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মৌসুমী ভৌমিক। গানটির নাম 'স্বপ্ন দেখবো বলে' ।
গান: স্বপ্ন দেখবো বলে.................
বন্ধুরা, এবার আমরা মৌসুমী ভৌমিকের আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'শরীরটারই ভিতর' ।
গান: শরীরটারই ভিতর..............
বন্ধুরা, কেমন লাগছে আজকের সুরের ধারা অনুষ্ঠানের গানগুলো? আশা করি ভাল। আর আপনাদের ভাল লাগার জন্যই আমাদের এ আয়োজন।
এবারে আমরা কণ্ঠশিল্পী অনুরাধার গাওয়া গান শুনবো,কেমন?গানটির নাম 'ভালবেসেছি আমি'।
গান: ভালবেসেছি আমি.................
বন্ধুরা, এবার আমরা অনুরাধার আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'এত যে ব্যথা'।
গান: এত যে ব্যথা..............
বন্ধুরা, আমরা সবসময়ই আপনাদেরকে বলি যে, আমাদের এ গানের অনুষ্ঠানে আমরা সত্যিই বৈচিত্র্যতা আনার চেষ্টা করি সবসময়। এই অনুষ্ঠানে বাজানো গানগুলো পুরনো সময়ের কিন্তু তা যেন সবসময়ই জীবন্ত এবং বর্তমান। এসব গান আপনাদের ও আমাদের মধ্যে অবশ্যই নতুন একধরনের অনুভূতি তৈরি করে বলে আমাদের বিশ্বাস।
বন্ধুরা, লতা মুঙ্গেশকারের কথা মনে আছে আপনাদের? এখন আমরা লতা মুঙ্গেশকারের গাওয়া দু'টি গান শুনবো, কেমন? প্রথমেই শুনবো 'আমি যে কে তোমার' শিরোনামের গানটি।
গান: আমি যে কে তোমার...................
বন্ধুরা, এবার তাহলে আমরা লতা মুঙ্গেশকারের আরেকটি গান শুনবো। আর এ গানটি শোনার মধ্য দিয়েই শেষ করবো আমাদের আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান। তো বন্ধুরা, তাহলে চলুন শোনা যাক লতা মুঙ্গেশকারের 'সাজ সকালে মনের ঘরে' গানটি।
গান: সাজ সকালে মনের ঘরে..................
সুপ্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চাইলে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের কথা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।
প্রিয় শ্রোতা,আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমাদের ঠিকানা হলো akashxienan@gmail.com এবং
enamulhoquetutul@yahoo.com.আমাদের ফোন নম্বর হলো ০০৮৬১০৬৮৮৯২৪২০।
বন্ধুরা, এবার তাহলে বিদায় । আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (আকাশ/টুটুল)