Web bengali.cri.cn   
এয়ার এশিয়ার নিখোঁজ বিমান সন্ধানে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর প্রস্তুত
  2014-12-30 15:54:53  cri
ডিসেম্বর ৩০: ইন্দোনেশিয়ার সরকারের আমন্ত্রণে নিখোঁজ এয়ার এশিয়ার বিমান কিউজেড ৮৫০১ উদ্ধারে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর প্রস্তুত রয়েছে। গতকাল (সোমবার) মার্কিন সপ্তম নৌবহরের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, নৌবহরটির এদিন সন্ধ্যায় উদ্ধার কবলিত এলাকায় পৌঁছানোর কথা। মার্কিন সপ্তম নৌবহর হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের এক নৌবহর। তার সদর দফতর জাপানের ইয়োকোসুকা বন্দরে অবস্থিত। সেই সঙ্গে, মার্কিন নৌবাহিনী ইন্দোনেশিয়ার সঙ্গে নৌ ও বিমান সহায়তার মাধ্যমে নিখোঁজ বিমানটি উদ্ধার করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, একইদিন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কির্বি বলেন, নিখোঁজ বিমান সন্ধানে নৌ ও বিমান সহায়তার আমন্ত্রণ জানিয়েছে ইন্দোনেশিয়া। এতে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040