বন্ধুরা, আপনারা কখনও ভেবেছেন কি, নিজের মুখে কতটুকু জিনিস রাখা যাবে? হ্যাঁ, হয়তো এটা নিয়ে আমরা আগে কখনই চিন্তা করিনি।
তবে ইটালির এক ব্যক্তি সম্প্রতি আয়োজিত এক 'বড় মুখ' প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। প্রতিযোগিতায় তিনি তাঁর মুখকে ১৭ সেন্টিমিটার লম্বা করেন এবং বিশ্বের সবচেয়ে বড় মুখের অধিকারীর খেতাব লাভ করেন।
আর এ ব্যক্তির নাম হলো জোকুইম। তিনি গিনেস রেকর্ড ভেঙেছেন। জানা গেছে, তিনি এ সময় এক বোতল কোকাকোলা তাঁর মুখে রেখে দিয়েছিলে। সত্যিই এটা সবার কাছে খুব অদ্ভুত ব্যাপার, তাইনা?
এ প্রতিযোগিতায় তাঁকে তাঁর প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন জিনিস নিজের মুখে রাখতে হয়েছিল। জোকুইমের বয়স মাত্র ২০ বছর। তবে তাঁর মুখ এত বড় যে তিনি এক বোতল কোকাকোলা নিজের মুখের ভেতরে রেখে দিতে পারেন। আর এটা দেখে তাঁর আশেপাশের সবাই অবাক হয়ে তাঁর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। শুধু তাই নয়, আরো জানা গেছে, এক মিনিটের মধ্যে তিনি এই কোকাকোলার বোতলকে ১৪ বারের মতো মুখ থেকে বের করে আবার তা মুখের ভিতরে নিয়েছিলেন।
তিনি পরে বলেছেন, অনেক আগে থেকেই গিনেস রেকর্ড ভাঙার স্বপ্ন ছিল তাঁর। এবার তিনি খুব খুশি যে, তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি সক্ষম হয়েছেন।
141226cpdone.m4a
|