Web bengali.cri.cn   
সুরের ধারা
  2014-12-25 08:58:55  cri


আজকের অনুষ্ঠানে আমি চীনের বেশ কয়েকটি টিভি নাটক বা চলচ্চিত্রের থিম সং আপনাদের শোনাবো।

প্রথমে আপনারা 'the young doctor' নামে সম্প্রতি প্রচারিত একটি জনপ্রিয় টিভি নাটকের কয়েকটি গান শুনতে পারবেন। 'the young doctor' টিভি নাটকটির বিষয় এর শিরোনাম থেকে সহজেই বোঝা যায়। এ টিভি নাটকে এক দল তরুণ চিকিত্সকের স্বপ্ন ও বড় হওয়ার গল্প বর্ণনা করা হয়েছে। তা ছাড়া, জরুরি রুমে একটি ঘটনার মাধ্যমে ডাক্তার- রোগী সম্পর্ক তুলে ধরা হয়েছে।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'ভালোবাসার ঘোষণা'।

প্রিয় শ্রোতা, আপনারা এখন শুনছেন 'the young doctor' নামে টিভি নাটকটির সূচনা সঙ্গীত।

প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি শোনাচ্ছি সেটি হলো 'স্নিগ্ধতা মাখা একটি চুমু'।

আচ্ছা, প্রিয় শ্রোতা, এবার আমি চীনের হংকংয়ের একটি চলচ্চিত্র 'সাংহাই গ্র্যান্ড'-এর বেশ কয়েকটি গান শোনাবো। বলা যায়, এ চলচ্চিত্রটি পুরোনো যুগের সাহায়ের শহরের চলচ্চিত্রের গল্পের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। এতে পুরানো সাংহাই শহরের বিভিন্ন সম্প্রদায়য়ের মধ্যে এক একটি সুখের বা দুঃখের গল্প এবং প্রধান তিন চরিত্রের ভালোবাসা ও ঘৃণার দিকগুলো বর্ণনা করা হয়েছে।

প্রিয় শ্রোতা, আপনারা এখন শুনছেন 'সাংহাই গ্র্যান্ড' ছবির থিম সং। এর শিরোনামও 'সাংহাই গ্র্যান্ড'।

প্রিয় শ্রোতা, আপনারা এখন শুনছেন 'জন্মদিনের পার্টি' শিরোনামের গানটি।

প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তা হলো এ চলচ্চিত্রের আরেকটি গান। নাম 'ভালোবাসা'। গানে সত্যিকার ত্রিভুজ প্রেমাসক্ত প্রধান চরিত্রের জটিল মেজাজ বর্ণনা করা হয়েছে

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন সেটি হলো 'ছেং ছেংয়ের আশাআকাঙ্খা'। ছেং ছেং হলো এ চলচ্চিত্রে প্রধান নারী চরিত্র। চলচ্চিত্রের দুটি প্রধান পুরুষ চরিত্র একই সঙ্গে তাকে ভালোবেসে ফেলেছে।

আচ্ছা, প্রিয় শ্রোতা, এখন আমি 'Back in Time' নামে চীনের আরেকটি টিভি নাটকের কয়েকটি গান আপনাদের শোনাবো। এই নাটকটি খুব জনপ্রিয় একটি উপন্যাস অবলম্বনে রিমেক করা হয়েছে। এতে আশির দশকের পর জন্ম নেয়া তরুণ তরুণীদের জীবন, স্বপ্ন ও ভালোবাসার কথা বলা হয়েছে।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'পথ'। গানের কথাগুলো এমন,

স্কুলের সময়, আমার পাশের ক্লাসরুমের সেই মেয়ে,

তখন আমরা সবসময়ই ভালোবাসাকে বিশ্বাস করি।

সর্বশক্তি দিয়ে ভালোবাসুন এবং চিরদিন একে অপরের কাছে থাকুন।

পিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'ফুলের মতো'।

প্রিয় শ্রোতা, আমি এখন যে গানটি শোনাচ্ছি তার নাম হলো 'আমি তোমাকে ভালোবাসি'। গানের কথা হলো:

তোমার স্মিত হাস্য দেখতে পছন্দ করি, তোমার কথা শুনতে পছন্দ করি। তুমি আমার আনন্দের উত্স। আমি তোমার পাশে থেকে তোমার সুখ ও দুঃখের সাথী হবো।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, বুঝতেই পারছেন, শুধু গান আর গানের কথা নিয়েই আমাদের এ 'সুরের ধারা' অনুষ্ঠান। গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেয়ার পালা। তবে, বিদায় নেবার আগে আপনাদের আরো একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

আগামী সপ্তাহে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040