1224
|
পরিচিত এ গানে কিছু আধুনিক উপাদান যোগ দেন এবং মজার ও আনন্দময় একটি গান সৃষ্টি করেন। শুনুন তাহলে গানটি।
যখন ক্রিসমাসের কথা আসে তখন সাধারণত মনে ভরে যায় আনন্দিত বা রোমান্টিক অনুভূতি তবে তাইওয়ান গায়ক উ কে ছুন বিপরীত দিকে আমাদের একটি গান উপহার দেন। গানের নাম ক্রিসমাসে বিরতি। একটি ব্যান্ড নিয়ে ললিত সুরে দুঃখের একটি গান গেয়েছেন উ কে ছুন। শুনুন তাহলে গানটি।
হংকং গায়ক ছেন ই সুন আমার সবচেয়ে প্রিয় গায়ক এবং ক্রিসমাসের সম্পর্কে তার বিখ্যাত একটি গান আছে। গানের নাম ক্রিসমাস গিঁট। আসলে চীনা ভাষায় গিঁট ও উত্সবের উচ্চারণ একই তবে গিঁট সবসময় জট এমন একটি অনুভুতি প্রতিনিধিত্ব করে তাই এ গানও তিক্ত প্রেমের গান। একা একা ক্রিসমাস উদযাপন করতে চায় না বলে বাইরে যেতে চায় না। কারণে রাস্তার আনন্দময় দৃশ্য দেখলে আরও নিঃসঙ্গে লাগবে। শুনুন তাহলে গানটি।
তিনজন গায়কের গান শোনার পর এখন উপভোগ করব একজন কায়িকার গান। গায়িকা স্যু রু ইয়ুন 'ফুল ফুটানো' নামে অ্যালবামের প্রথম গান ঠিক 'তুমি ছাড়া ক্রিসমাস'। গানে প্রেমিকের সঙ্গে ক্রিসমাস উদযাপন করতে না পারার দঃখ বনর্ণা করা হয়। শুনুন তাহল গানটি।
এখন আমরা কয়েকটি মজার গান শুনব। প্রথমে শুনব 'গ্রীষ্মকালের ক্রিসমাস নামে একটি গান। অস্ট্রেলিয়াসহ দক্ষিণ গোলার্ধের দেশগুলো গ্রীষ্মকালে ক্রিসমাস উদযাপন করে। মনে হয় খুব মজার ব্যাপার। তুষার বদলে উষ্ণ রোদে সুন্দর সৈকতে উত্সব উদযাপন করলে কী মজার একটি অভিজ্ঞতা। তাই না? তাহলে শুনুন গানটি।
যে গান আমরা শুনব, তার নাম ২৯৯৯ সালের ক্রিসমাস। ৯৮৫ বছর পর এ বিশ্ব কী রকম? আমরা আজকের মতো ক্রিসমাস উদযাপন করব কীনা? আমার মতে এ বিশ্ব পরিবর্তন হলেও উত্সবের প্রতি মানুষের অনুভূতি পরিবর্তন হবে না। তাই না?
তাইওয়েন ব্যান্ড mayday 'ক্রিসমাস রাত' নামে একটি গান গেয়েছেন। আসলে এ গানের মাধ্যমে mayday ছেলেদের কে বলতে চায় যে ক্রিসমাস মেয়ের প্রতি নিজের ভালবাসা প্রকাশ করার ভাল সময়। যদি এ বিশ্বে স্যান্টাক্লজ আছে তাহলে উনি নিশ্চ্যয় ভালবাসা একটি উপহার হিসেবে সাহসি মানুষকে দেবেন। এখন শুনুন গানটি।
ক্রিসমাসও কারের কথা মনে পড়ার সময়। যাদের সাথে উত্সব উদযাপন করেছিলাম তাদের কথা সবসময় মনে পড়ে যায় বিশেষ করে উত্সবের সময়। এখন আমরা শুনব গায়িকা সিয়াও ইয়া সুয়ানের একটি গান শুনব। গানেক্রিসমাসে কার কথা মনে পড়ার কথা বনর্ণা করা হয়।(সংগীত ৮)