Web bengali.cri.cn   
বিদায় পুরোনো বছর, স্বাগতম নতুন বছর
  2014-12-30 15:16:07  cri

 


ক: প্রিয় শ্রোতা, দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে আরও একটি বছর। নতুন বছরের জন্য আর মাত্র কয়েকটি ঘণ্টার অপেক্ষা মাত্র।

শ্রোতাবন্ধুরা, আপনারা কি পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত? গেল বছরটির দিকে ফিরে তাকিয়ে দেখেছেন কি একবারও? কত কি অমূল্য ধন সঞ্চয় করেছেন পুরনো বছরের ঝুলিতে, তাই না? আমি নিশ্চিত করে বলতে পারি, বিদায়ী বছরের এই ঝুলিতে সঞ্চিত রয়েছে সুখ, দু:খ, আনন্দ, বেদনা আর স্মরণীয় ঘটনা দিয়ে সাজানো অপরূপ সুন্দর এক রঙিন জীবন-মালা। নতুন বছরে আপনার প্রত্যাশা কী? আমরা অবশ্যই আশা করছি, আসছে নতুন বছর আপনার নতুন আকাঙ্ক্ষা পূর্ণ করে আপনাকে একটি পরিপূর্ণ জীবনের স্বাদের আনন্দ দিবে।

বন্ধুরা, ২০১৪ সালের এই বিদায়ী আসরে আমরা আপনাদেরকে নিয়ে পুরো বছরের অনুষ্ঠান পর্যালোচনা করতে চাই। এ বছরে যতগুলি অনুষ্ঠান প্রচার করেছি, তাতে যেমন আনন্দের বিষয় ছিল, তেমনি ছিল গুরুগম্ভীর অনেক বিষয়ও। পাশাপাশি রয়েছে আপনাদের আন্তরিক সমর্থন আর তাত্পর্যপূর্ণ মূল্যায়ন। এ ছাড়া আজকের অনুষ্ঠানে আরো থাকবে আপনাদের কথা, আপনাদের কণ্ঠ।

আমাদের কয়েকজন শ্রোতাও আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করবেন তাদের ২০১৪ সালের অনুভূতি, স্মরণীয় বিষয় ইত্যাদি। তাহলে একটি গানের মধ্য দিয়ে শুরু করা যাক আজকের অনুষ্ঠান।

ক: টুটুল, তোমার মনে আছে কি না যে, তুমি ২০১৪ সালের কোন দিনে আমাদের 'দৃষ্টির সীমানায়' অনুষ্ঠানে যোগ দিয়েছো এবং তোমার উপস্থাপনার প্রথম অনুষ্ঠানের বিষয় কি ছিল?

খ: অবশ্যই মনে আছে, সে তো ১৩ জানুয়ারির কথা। আর সে অনুষ্ঠানের বিষয়টিও ছিল আমার খুব পছন্দের, তা ছিল বিশ্বের কয়েকটি দেশের মানুষের অফিস থেকে পালিয়ে যাওয়ার হাস্যকর অজুহাত। তাই না?

ক: হ্যাঁ, একদম ঠিক। তোমার যোগ দেওয়াকে স্বাগত জানিয়ে শুরু করেছিলাম সেই অনুষ্ঠান। প্রথম বারের মত তোমার সঙ্গে এ অনুষ্ঠান উপস্থাপন করার সময় আমার মনে একটু সন্দেহ ছিল। এ মানুষটি কি ভালোভাবে অনুষ্ঠানটির মর্ম বুঝতে পারবে? হাহাহাহা।

এ মানুষটি কি খুব প্রাণবন্তভাবে আমার সঙ্গে এ অনুষ্ঠান উপস্থাপন করতে পারবে? অনেক অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়। কিন্তু আজ আমার স্বীকার করতেই হয়, সেই অনুষ্ঠানটি রেকর্ড করার আগে আমরা কোনো রিহার্সেল করিনি, তবে রেকর্ডের সময় আমি খুব অবাক হয়েছি যে, এনামুল হক টুটুল নামের এ নতুন উপস্থাপক এত প্রাণবন্ত। মনেই হয়নি সে কেবল প্রথমবারের মতো রেডিও উপস্থাপনা করছেন এবং তা আমার সঙ্গে। আমি যা বলি, তুমি তা ঠিক ঠিক বুঝে নিয়ে আমার সঙ্গে প্রাণোচ্ছল একটি উপস্থাপনা উপহার দিয়েছিলে। এরপর থেকে 'দৃষ্টির সীমানায়' অনুষ্ঠান নিয়ে আর ভাবতে হয়নি। কেননা, বিষয়ের সাথে তাত্ক্ষণিক কথোপকথন যুক্ত করায় আমাদের 'দৃষ্টির সীমানায়' অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত আরো সাবলীল, আরো মজার ও আরো সুন্দর হয়েছে। আসলে আমি আরো অনেক কথা বলে তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু ভাষার সীমাবদ্ধতা যেন আমার মনের অনুভূতি ঠিক ঠিক প্রকাশ করতে পারছে না, চলো আমরা শ্রোতাদের সাথে নিয়ে সেদিনের অনুষ্ঠানের রেকর্ডিং-এর কিছু অংশ শুনি।

(রেকর্ডিং ১৩ জানুয়ারি)

খ: আমার মতে, 'দৃষ্টির সীমানায়' সত্যিই ভীষণ রকম সুন্দর একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানটি তথ্যবহুল, কিন্তু তা বিরক্তিকর নয়, বরং অনেক অনেক মজার। নানাবিধ তাত্ক্ষণিক প্রসঙ্গ যুক্ত করে তথ্যসমৃদ্ধ আর ভাবগম্ভীর পর্বকেও হাসিখুশির সাথে আমরা পরিবেশন করতে পেরেছি। তাহলে এখন আমরা শুনি আমাদের একজন শ্রোতার কথা, শুনি তার এ বছরের অনুভূতি।

(সাক্ষাতকার)

তোমার কথার মতই এ অনুষ্ঠানে যেমন মজার বিষয় ছিল, তেমনি অনেক গুরুগম্ভীর বিষয়ও ছিল। আমার মনে আছে, সেই ১৭ মার্চের অনুষ্ঠানটির কথা, সেই পর্বের আগে ঠিক মালয়েশিয়ার ফ্লাইট এমএইচ ৩৭০ নিখোঁজ হয়। এখনো এ ফ্লাইট খুঁজে পাওয়া যায় নি। এ ঘটনায় আমরা সবাই অনেক শোকাহত হয়েছি।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রোতাদেরকে আমরা বিভিন্ন ফ্লাইটের নিরাপত্তা বিষয়ক তথ্য জানিয়েছি, যাতে শ্রোতারা সুন্দরভাবে বাইরে যেতে পারেন। তাই আমরা তাড়াতাড়ি এমন একটি অনুষ্ঠানের প্রযোজনা করেছিলাম। যাতে শ্রোতাদেরকে সেবা করা যায়। তাহলে এখন আমরা সেদিনের অনুষ্ঠান একটু শুনি, কেমন?

(রেকর্ডিং ২- ১৭ মার্চের অনুষ্ঠান)

ক: এছাড়া আরো একটি মজার বিষয় রয়েছে। বিষয়টি শ্রোতাদের কাছেও অনেক অনেক পছন্দের ছিল। যেমন ৭ এপ্রিলের অনুষ্ঠানটি, এ অনুষ্ঠানের শিরোনাম হলো 'বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কৈশোর'। হ্যাঁ, রাজনীতির বিষয় হয়তো অনেকের কাছেই অনেক বিরক্তিকর। তাই কিভাবে এ গুরুগম্ভীর বিষয়টিকে নিয়ে মজা করতে পারি, কিভাবে এ বিষয়কে শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করতে পারি, এ বিষয় নিয়ে আমরা সত্যি অনেক চেষ্টা এবং অনেক চিন্তা করেছি। অবশেষে আমরা বাছাই করেছি বিভিন্ন দেশের শীর্ষ নেতার কৈশোর এ বিষয়টি।

আমরা সবাই জানি বিভিন্ন দেশের শীর্ষ নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এবং তা দেশের সম্পর্কের ওপরও প্রভাব ফেলে। তাই তাদের কৈশোর থেকে আমরা আরো সহজেই তাদের চরিত্র বুঝতে পারি। এই বিষয়গুলি থেকে আমরা জানতে পারি, বিভিন্ন দেশের শীর্ষ নেতারাও আমাদের মত সাধারণ মানুষ, তাদের পরিবার আছে, তাদের সাধারণ মানুষের মত চিন্তা আছে। ঠিক সেদিনের অর্থাত্ ৭ এপ্রিল অনুষ্ঠানের মত, তাহলে এখন আমরা একসাথে সেদিনের অনুষ্ঠানের কিছু মজার অংশ শুনি।

(রেকর্ডিং ৩- ৭ এপ্রিল অনুষ্ঠান)

খ: বন্ধুরা, কথাতো অনেক হলো, এবার আমরা আরেক জন শ্রোতার কথা শুনবো। তিনিও আমাদের সঙ্গে শেয়ার করবেন তার ২০১৪ সালের চমত্কার অনুভূতি ও স্মরণীয় বিষয়।

ক: প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক কল্যাণের ক্ষেত্রে আমরাও অবদান রাখতে চেয়েছি। অর্থাত্ আমাদের অনুষ্ঠান শ্রোতাদের চেতনায় যদি বিন্দুমাত্র আলোড়ন তৈরি করতে সক্ষম হয়, বা চেতনা সমৃদ্ধ হয় তবেই তো আমরা সার্থক, তাইনা? যেমন আমরা বিভিন্ন দেশের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে শিশুদের নতুন শিক্ষাবর্ষের প্রথম ক্লাসের কথা নিয়ে আলোচনা করেছি। আমরা আশা করেছি এ অনুষ্ঠানের মাধ্যমে আরো অনেক মানুষ শিশুদের শিক্ষার ওপর গুরুত্ব দিবেন এবং তাদেরকে সাহায্য করবেন। কারণ আজকে যে শিশু, সে তো আগামী দিনের ভবিষ্যত।

খ: প্রিয় শ্রোতাবন্ধুরা, গত এক বছরের অনুষ্ঠানগুলির দিকে তাকালে মনে হয় যেন একটি চলচ্চিত্র দেখার মত। ছবিতে যেমন হাসিখুশি, আনন্দবেদনায় পূর্ণ একটি গল্প থাকে, গত এক বছরের আমাদের অনুষ্ঠানগুলির দিকে ফিরে তাকালে তেমনই একটি অনুভূতি তৈরি হয়। পুরো বছরের সব আনন্দ, সুখ-দু:খ, হতাশা, কষ্ট আর ভারী সব ইমেজগুলো ছবির মতোই আমাদের চোখের সামনে ভেসে উঠছে। সত্যি, এমন চমত্কার একটি বছরকে বিদায় জানানো অনেক কঠিন, তবে আমাদের বিশ্বাস, নতুন বছর নিশ্চয়ই আরো চমত্কার হবে। কারণ আমাদের কাছে যে আপনারা রয়েছেন সবসময়।

ক: অবশ্যই। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখন সত্যি বিদায় নিতে হবে। বিদায় জানাবো পুরনো বছরকে, বিদায় জানাবো বিদায়ী বছরের সব দু:খ কষ্টকে, দূরে সরিয়ে রাখবো মন্দ স্মৃতিগুলোকে। আর আমরা স্বাগত জানাবো নতুন বছরকে, আমন্ত্রণ জানাবো উজ্জ্বল ভবিষ্যতকে, অভিনন্দন জানাবো মিষ্টি জীবনকে। মনে দৃঢ় আশা আর পরিশ্রম করার অদম্য সাহস থাকলে জীবনে উজ্জ্বলতা আর সৌভাগ্য ফিরে আসবেই আসবে। বিদায় বন্ধু...

খ: সুপ্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবার জীবন সুখী হোক, সুন্দর হোক। আগামী বছরও অব্যাহতভাবে আমাদের বাংলা সকল অনুষ্ঠান, তথা 'দৃষ্টির সীমানায়' অনুষ্ঠানকে সমর্থন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের সুন্দর স্বপ্নগুলো আগামী বছরকে আলোয় ভরিয়ে রাখবে। শুভ হোক সবার নতুন যাত্রা। (ফেইফেই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040