Web bengali.cri.cn   
পুরোনো বন্ধুর ২০১৪ সাল-দৃষ্টির সীমানায় অনুষ্ঠানের সাবেক উপস্থাপক সাইদুর রহমান লিপনের সাক্ষাত্কার
  2014-12-22 18:33:53  cri

 


 

ক: প্রিয় বন্ধু, জানি না আপনাদের মনে আছে কি না, ঠিক এক বছর আগে, অর্থাত গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে আমাদের 'দৃষ্টির সীমানায়' অনুষ্ঠানের সাবেক উপস্থাপক সাইদুর রহমান লিপন অনুষ্ঠানে আমাদের সবাইকে বিদায় জানিয়ে বাংলাদেশে ফিরে যান। আর লিপনের স্থলাভিষিক্ত হন আপনাদের আরেক প্রিয় ভাই এনামুল হক টুটুল ।

খ: লিপন ভাই আমার শিক্ষক এবং আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। বলতে গেলে, এই পৃথিবীতে যে ক'জন ব্যক্তি আমাকে পথ চলতে শিখিয়েছেন লিপন ভাই তাদের মধ্যে একজন। লিপন ভাইকে আমি শ্রদ্ধা করি আমার অন্তরের গভীর থেকে । যতদিন বাঁচবো এই শ্রদ্ধার কোনো ঘাটতি হবেনা কখনই । শিক্ষক হিসেবে, বড় ভাই হিসেবে লিপন ভাইকে পেয়ে আমি সত্যিই গর্বিত।

ক: শ্রোতা, যদিও এক বছর পার হয়ে গেছে, তবে আপনি যদি আমাদের নিয়মিত শ্রোতা হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার মনে আছে যে, লিপন ভাই আমাদেরকে কত আনন্দ, কত হাসি, কত সুন্দর সময় উপহার দিয়েছেন। আর সেই সঙ্গে সৃষ্টি করেছেন অনেক সুন্দর স্মৃতিও। আমাদের সবার প্রিয় দুষ্টু ভাই হিসেবে তিনি সবসময়ই আমাদের একজন ভালো বন্ধু, এটি কখনই পরিবর্তন হবে না।

আমরা কখনই ভুলে যাবো না যে, ঠিক তিনিই আমাদের বাংলা অনুষ্ঠানকে প্রাণবন্ত ও অনেক বেশি জীবন্ত করে উপস্থাপন করা শুরু করেন। তার সহ উপস্থাপিকা হিসেবে আমিও কখনই ভুলে যাবো না তার সঙ্গে উপস্থাপনা করার আনন্দের স্মৃতিগুলো।

খ: হ্যাঁ। আসলে আমাদের প্রিয় লিপন ভাই কেমন ছিলেন ২০১৪ সালে, এ বছরটিতে কেমন কেটেছে তাঁর জীবন, আর সেই সঙ্গে বছরটিতে তাঁর কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা, শ্রোতাবন্ধুদেরকে তার কিছু বলার আছে কিনা, এসব বিষয় আজ আমরা জানতে চাইবো আমাদেরই প্রিয় লিপন ভাইয়ের কাছে।

যদিও ঠিক এই মুহূর্তে আমাদের পক্ষে বাংলাদেশে যাওয়া সম্ভব নয়, তবে ধন্যবাদ আধুনিক প্রযুক্তিকে, আমরা টেলিফোনের মাধ্যমে লিপন ভাইয়ের সাক্ষাতকার নিয়েছি।

আজকের অনুষ্ঠানে আমরা লিপন ভাই-এর কাছ থেকে শুনবো তাঁর মনের কথা, বিশেষ করে শ্রোতাদের জন্য তাঁর কথা।

(সাক্ষাতকার)

ক: প্রিয় শ্রোতা, সাক্ষাতকার শুনতে শুনতে গত বছরের স্মৃতি যেন আমার চোখের সামনে এসে হাজির হচ্ছে। সে বছরটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি লিপন ভাই-এর কাছ থেকে অনেক শিখেছি। তিনি সত্যি অনেক ভালো মানুষ, ভালো শিক্ষক, ভালো বন্ধু। সেই সঙ্গে অনেক হাস্যরসিক, অনেক আন্তরিক, অনেক নির্ভরযোগ্য।

আসলে পুরনো বন্ধুর সঙ্গে কথা বলা, আড্ডা দেয়া অনেক সুখের ব্যাপার। জীবনে ভালো বন্ধু পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। তাই পুরনো বন্ধুকে মনে পোষণ করা উচিত, অবশ্য নতুন বন্ধু পাওয়াটাও অনেক সুখের ব্যাপার।

আপনাদের টুটুল ভাইও আপনাদের সঙ্গে শেয়ার করেছেন এক আনন্দের বছর, সুন্দর বছর। এখানে আমরা টুটুলকেও ধন্যবাদ জানাই।

খ: আমরাও কামনা করি আমাদের লিপন ভাই-এর জীবন আরো সুখী হোক, আরো সুন্দর হোক, আরো সুষ্ঠু হোক। আরো কামনা করি, আমাদের প্রিয় শ্রোতাদের জীবন আরো সুন্দর হোক। নতুন বছরে আরো বেশি অগ্রগতি অর্জিত হোক। নতুন বছরে আমাদের সকল শ্রোতাসহ বিশ্বের প্রতিটি মানুষের মনে বিরাজ করুক সুখ, শান্তি ও সমৃদ্ধি-এই প্রত্যাশা আমাদের। সবার মনের সুন্দর স্বপ্নটি পূরণ হোক । (ফেইফেই/টুটুল)

 

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040