Web bengali.cri.cn   
বার্ষিক সাংবাদিক সম্মেলনে অর্থনৈতিক পরিস্থিতি ও বৈদেশিক সম্পর্ক ব্যাখ্যা করলেন পুতিন
  2014-12-19 10:20:39  cri
ডিসেম্বর ১৯: রাশিয়ার অর্থনীতি এখনও স্বাভাবিক পথে রয়েছে এবং অবশ্যই অচলাবস্থা থেকে বের হয়ে আসবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় অনুষ্ঠিত বার্ষিক সাংবাদিক সম্মেলনে সেদেশের অর্থনীতি, রাজনীতি ও কূটনীতিসহ বিভিন্ন ইস্যু নিয়ে রাশিয়াসহ দেশি-বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

সম্প্রতি রুশ মুদ্রা রুবলের বিনিময় হার ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় দেশটির অর্থনীতির ওপর বহির্বিশ্বের উদ্বেগ সৃষ্টি হয়। এ প্রসঙ্গে পুতিন বলেন, বর্তমানে রাশিয়ার অর্থনীতির অচলাবস্থা বহির্বিশ্বের কারণে সৃষ্টি হয়েছে। কোনো কোনো পশ্চিমা দেশ জাতিসংঘ সনদ লঙ্ঘন করে রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। তবে এখন পর্যন্ত রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক পথেই রয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতির প্রেক্ষাপটে রাশিয়া দু'বছরের মধ্যে অর্থনীতির অচলাবস্থা থেকে মুক্তি পাবে বলে তিনি জানান।

ইউক্রেন সংকট প্রসঙ্গে পুতিন বলেন, যত দ্রুত সম্ভব ইউক্রেন সংকট সমাধানে রাশিয়া দেশটির রাজনৈতিক সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে এবং অব্যাহতভাবে পূর্ব ইউক্রেনে বসবাসকারীদেরকে সহায়তা দিতে ইচ্ছুক।

পশ্চিমা দেশগুলোর উত্তেজনামূলক আচরণ সম্পর্কে পুতিন বলেন, বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে প্রধান সমস্যা হলো পশ্চিমা দেশগুলোর পৃথকীকরণ দেয়াল নির্মাণ বন্ধ না করা। রাশিয়া বরাবরের মতোই পশ্চিমা দেশগুলোর বাধা ও বৈরীতার সম্মুখীন হচ্ছে। তবে আগের মতো ভবিষ্যতেও রাশিয়া আরো দৃঢ়ভাবে দেশের স্বার্থ সুরক্ষা করবে এবং নিজ স্বার্থের ওপর সম্মান প্রদর্শনের ভিত্তিতে পশ্চিমা অংশীদারদের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উন্নয়ন করবে।

পুতিন আরো বলেন, পূর্ব দিকের সাথে সম্পর্কের উন্নয়ন রাশিয়ার আগের নির্ধারিত পরিকল্পনা। যা শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, বরং বিশ্ব অর্থনীতির পরিস্থিতির সঙ্গে জড়িত। বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন আরো দ্রুত, সুযোগও বেশি এবং জ্বালানির চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অন্য দিকে রাশিয়ার মতো প্রাকৃতিক গ্যাসের আরো সস্তা ও নির্ভরযোগ্য উত্স নিশ্চয়ই স্বল্পসময়ের মধ্যে ইউরোপের কাছে দেখা দেবে না বলে উল্লেখ করেন তিনি ।

চলতি বছরে এ নিয়ে দশ বারের মতো সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন পুতিন।(লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040