সাংহাইয়ে হামবুর্গের যোগাযোগ বিভাগের উপ-পরিচালক ভ্যান হুয়া সি আর আইয়ের এক সাক্ষাত্কারে বলেন, এ বাজারটি হচ্ছে সাংহাই, এমনকি সারা চীনে একমাত্র Christmas বাজার। এটি জার্মানির হামবুর্গের সরকারি সমর্থনে আয়োজিত বড় Christmas বাজার।বাজারটি হামবুর্গ ও সাংহাইয়ের মতো বড় দু'টি শহরে হওয়ায় সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে।
সাংহাইয়ে Christmas বাজার পরিকল্পনা এ আইডিয়া নিয়ে ভ্যান হুয়া বলে,
"আসলে অনেক বছর আগে, চীনারা ভাবতো যেChristmas কি? ব্যবসায়ীরা Christmas এর বৈচিত্র্যসম্পর্কে জানতো না। এরপর তারা Christmas সম্পর্কে জানে এবং ধীরে ধীরে Christmas চীনে জনপ্রিয় হয়ে উঠতে থাকে। চীনারা Christmasর ইতিহাস জানতে শুরু করেছে। আমরা হামবুর্গ পর্যটন ব্যুরো আশা করি যে, আরো বেশি মানুষ জার্মানিতে যাবে। যেমন হামবুর্গেরChristmas এর সময় ২০টিও বেশি জায়গায় Christmasমেলা বসে। তারপর আমি ভাবি যে, এসব সুন্দর আনন্দিতChristmas বাজার চীনে নিয়ে আসার কথা। যাতে হামবুর্গে না যেতে পারলেও চীনের মানুষ হামবুর্গ ক্রিসমাস বাজারেরস্বাদ নিতে পারে।"
চলমান হামবুর্গ-সাংহাই জার্মানি Christmasবাজারে ৩০টি স্টল রয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশ জার্মানির স্টল। জার্মানির ব্যবসায়ীরা গরম ওয়াইন নিয়ে এসেছে। শীতকালে এক কাপ গরম ওয়াইন খেলে খুব খুশিহয় সবাই। ওয়াইন ছাড়া pinecone-রোস্ট সসেজ, সিরা-জার্মানি-পাউরুটি, কিউট gingerbread, জৈব বাজারেরতৈরি বাদাম ক্যান্ডি ও মধুসহ বিভিন্ন খাদ্য ও মিষ্টি আছে।খাবার ছাড়া অনেক বিশ্ববিখ্যাত ভাল গুণগতমান জার্মানব্রান্ডের কেটলি, radiator ও light fitting এখানেও দেখতে পারে। সারা Christmas বাজারে ঘুরতে ঘুরতে কিজার্মানি থাকার মত।
ভ্যান হুয়া বলে,
"এবার Christmas বাজার আয়োজন করার প্রধান লক্ষ্য হচ্ছে চীনারা বাইরে না গিয়ে সাংহাইয়ে থেকেই জার্মানস্বাদের Christmas পালন করবে। তাই আমরা বেশি সম্ভবজার্মান-স্টাইল খাবার রাখবো। স্থানীয় ব্রান্ড ও দ্রব্য থাকলেও ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যাতে চীনারা জার্মান সংস্কৃতি সম্পর্কে জানার পাশাপাশি জার্মানব্যবসায়ীদেরকে চীনের সংস্কৃতি সম্পর্কে পরিচয় করিয়ে দিতে পারে। শুধু Christmas বাজার আয়োজনই সব নয়। বরং এ বাজারের মাধ্যমে জার্মান সংস্কৃতি, এমনকি ইউরোপের সংস্কৃতি এবং চীনা সংস্কৃতির বিনিময় হবে। এতে দু'পক্ষ আরো ঘনিষ্ঠ হবে।"
তিনি আরো বলেন,
বর্তমানে মানুষরা, বিশেষ করে তরুণ-তরুণীদের কাজের চাপ খুবই বেড়েছে। প্রত্যেক মানুষেরই বাইরে জগত সম্পর্কে জানার আগ্রহ আছে। তাই আমরা আশা করি, তাদের জন্য একটি আনন্দিত তাত্পর্যপূর্ণ সম্মেলন হবে।
"গত বছরে আমরাও একটি Christmas বাজারআয়োজন করেছি। আমি মনে করি যে, গত বছরে,ইউরোপের এক সহকর্মী আমাকে বলে, যখন Christmasগাছের ওপর বাতি জ্বলে ওঠে, তার চোখে অশ্রু জমে। সে চীনে অনেক বছর ছিলো। কিন্তু এর আগে অন্য বছরেরChristmas আমার জন্য এত আনন্দদায়ক হয়নি। কিন্তু এখানে আমি যেমন জন্মস্থানে Christmas পালন করতে পারছি।"
গত বছরের Christmas বাজারে ৬টি স্টল ছিল।এবারে প্রায় ৩০টি স্টল তৈরি হয়েছে। এটি ৩০হাজারও বেশি পর্যটক আকর্ষণ করবে। আগামী বছরে সাংহাই-হামবুর্গ বন্ধুত্বপূর্ণ শহর সম্পর্ক প্রতিষ্ঠিত ২৮তম বার্ষিকী। তখনChristmas এর সময় আরো বেশি কর্মসূচীর আয়োজন করা হবে, অবশ্যই খুবই আনন্দিত হবে।
এরপর থেকে হামবুর্গ-সাংহাই জার্মানি Christmasবাজার প্রতি বছরে সাংহাইয়ে আয়োজিত হবে। দু'শহরের বন্ধুত্বপূর্ণ উন্নয়ন নিয়ে ভ্যান হুয়া বলে,
হামবুর্গ ও সাংহাই অনেক বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কবজায় রেখেছে। ভবিষ্যতে আরো বেশি প্রকল্প করে সম্পর্ক উন্নয়ন করা হবে। সাংহাইয়ে হামবুর্গের Christmasবাজার আসায় অনেক মানুষ হামবুর্গকে জানতে পারে। কাজ শেষে আমরা একটি ভিডিও তৈরি করে ইন্টারনেটে পোস্ট করবো। আশা করি আরো বেশি মানুষ আমাদের কাজ দেখতে পারে তার পর অংশ নেবে।