Web bengali.cri.cn   
চীনের প্রথম ইবোলা টিকার অনুমোদন দেয়া হয়েছে
  2014-12-18 19:19:07  cri
ডিসেম্বর ১৮: চীনের সামরিক চিকিত্সা বিজ্ঞান একাডেমির জীববিজ্ঞান পরিকল্পনা গবেষণালয়ের ইবোলা টিকার অনুমোদন দেয়া হয়েছে। এর আগে টিকাটি মানব শরীরে পরীক্ষা করা হয়। চীনা গণমুক্তি বাহিনীর সাধারণ লজিস্টিক বিভাগ আজ (বৃহস্পতিবার) এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার পর তৃতীয় দেশ হিসেবে চীন এর অনুমোদন দিল।

চীনের জীববিজ্ঞান ক্ষেত্রের ১৭জন বিশেষজ্ঞ যাচাই বাছাই করার পর মনে করেন, চীনের ইবোলা টিকা বর্তমানে পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা প্রতিরোধ এবং ভবিষ্যতে ইবোলা সংক্রমণ রোধে সহায়ক হবে। চীনা ইবোলা টিকা হল শুষ্ক গুড়া। এটি ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ২ সপ্তাহ সংরক্ষণ করা যায়। সেজন্য টিকাগুলো পশ্চিম আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে সহজেই সংরক্ষণ করা যায়। বর্তমানে অন্য দেশের ইবোলা টিকা তরল হওয়ায় তা মাইনাস ৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। (ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040