Web bengali.cri.cn   
সীমান্ত দিয়ে ঢুকে সিরিয়াকে ত্রাণ-সাহায্য দেয়ার অনুমোদন দিয়েছে নিরাপত্তা পরিষদ
  2014-12-18 19:10:24  cri
ডিসেম্বর ১৮: জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ও এর অংশীদারদের সিরিয়া সীমান্ত দিয়ে ঢুকে সিরীয় জনগণের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয়।

প্রস্তাবটি অনুসারে সিরীয় সরকারকে নোটিস দেয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবিক সংস্থা ও তার নির্বাহী অংশীদারগুলো বিবদমান রুট ছাড়া সিরিয়া ও তুরস্ক, ইরাক ও জর্দান সংলগ্ন সীমান্ত পার হয়ে মানবিক ত্রাণ-সামগ্রী সিরিয়ায় পাঠাতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, সিরিয়ার মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। এ পর্যন্ত মোট ১২২ লাখ সিরীয়কে জরুরি মানবিক ত্রাণ দেয়া প্রয়োজন।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040