Web bengali.cri.cn   
ইবোলার সংক্রমণে দক্ষিণ আফ্রিকায় লাখ লাখ মানুষ খাদ্যাভাবে পড়বে: বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা
  2014-12-18 18:26:12  cri
ডিসেম্বর ১৮: ইবোলা ভাইরাস সংক্রমণের কারণে ২০১৫ সালের মার্চে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিয়নে দশ লাখেরও বেশি লোক ক্ষুধার মুখে পড়বে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব ফুড প্রোগ্রাম গতকাল (বুধবার) রোমে এক যৌথ বিবৃতিতে এ পূর্বাভাস দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইবোলা সংক্রমণের কারণে সীমান্ত বন্ধ, যোগাযোগ বন্ধ হওয়া এবং অন্যান্য প্রতিবন্ধকতার কারণে তাদের খাবার সংগ্রহের পথ ব্যাহত হচ্ছে। পাশাপাশি সে ব্যবস্থাগুলোর কারণে খাদ্য বাজার ও খাদ্য প্রক্রিয়াজাতকরণও ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে ইবোলা মহামারিতে ব্যাপক প্রাণহানি ও রোগাক্রান্ত হওয়ায় দেশ তিনটির উত্পাদন ক্ষমতা ও পারিবারিক আয় অনেক কমে গিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইবোলার কারণে এ পর্যন্ত গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিয়নে খাদ্যাভাবে পড়া মানুষের সংখ্যা যথাক্রমে ২.৩, ১.৭ এবং ১.২ লাখে দাঁড়িয়েছে। ২০‌১৫ সালের মার্চ মাসে এ সংখ্যা বেড়ে যথাক্রম ৪.৭, ৩ ও ২.৮ লাখ ছড়িয়ে যেতে পারে।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040