Web bengali.cri.cn   
ভারত সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ
  2014-12-18 14:33:33  cri
ডিসেম্বর ১৮: ছয় দিনের সফরে নয়া দিল্লি গেলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তিন বাহিনীর প্রধান ও ডিপ্লোম্যাটিক কোরের ডিন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী রাশিদা খানম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদের সঙ্গে বৈঠক করবেন। ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। (টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040