Web bengali.cri.cn   
পাকিস্তানের স্কুলে হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সমাজ
  2014-12-17 19:30:38  cri
ডিসেম্বর ১৭: পাকিস্তানের পেশওয়ারে সামরিক বাহিনী পরিচালিত স্কুলে গতকাল (মঙ্গলবার) দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহেরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি'র নৃশংস হামলায় শিক্ষার্থীসহ ১৪১ জন নিহত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সমাজ।

হামলার ঘটনার পরপরই পাক প্রেসিডেন্ট মামনুন হুসেইন এবং প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ এর তীব্র নিন্দা জানিয়েছেন। এ হামলায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছে পাক সরকার।

এদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন মঙ্গলবারের এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হামলকারীদের আইনানুগ শাস্তি নিশ্চিত করতে যথাসাধ্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

এদিন এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, সন্ত্রাস ও চরমপন্থা দমন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাক সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং মঙ্গলবার বলেন, চীন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। তিনি বলেন, চীন যে কোনো ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040