Web bengali.cri.cn   
তৃতীয় 'চীন-মধ্য ও পূর্ব ইউরোপ সম্মেলন' সফল হয়েছে: বেলগ্রেডে লি খ্য ছিয়াং
  2014-12-17 19:25:43  cri
ডিসেম্বর ১৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, তৃতীয় চীন-মধ্য ও পূর্ব ইউরোপ সম্মেলন সফল হয়েছে। তিনি গতকাল (মঙ্গলবার) বেলগ্রেডে সম্মেলন শেষে আয়োজিত এক যৌথ প্রেস কনফারেন্সে এ মন্তব্য করেন। এসময় সার্বিয়ার প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে লি খ্য ছিয়াং বলেন, চীনের সাথে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর সহযোগিতার ভবিষ্যত উজ্জ্বল। সম্মেলন শেষে প্রকাশিত 'বেলগ্রেড রূপরেখা'-য় দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনার চিত্র আঁকা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোতে অবকাঠামো খাতে পারস্পরিক বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দু'পক্ষের অর্থনীতি ও সমাজ উপকৃত হবে।

'চীন-মধ্য ও পূর্ব ইউরোপ' সহযোগিতাকে 'চীন-ইইউ সহযোগিতা কাঠামো'র গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী লি বলেন, এ সহযোগিতা যেমন চীন ও মধ্য-পূর্ব ইউরোপের দেশগুলোর উন্নয়নে সহায়ক হবে, তেমনি ইউরোপের একীকরণ ও ভারসাম্য প্রতিষ্ঠায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

এসময় সার্বিয়ার প্রধানমন্ত্রী বলেন, মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর সাথে চীনের সহযোগিতা আঞ্চলিক উন্নতি ও সমৃদ্ধির জন্যও জরুরি। ইউরোপের সাথে চীনের সার্বিক সম্পর্কের উন্নয়নের জন্যও এ ধরনের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। (ওয়াং তান হোং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040